যেভাবে আপডেট করবেন: খুব সহজ, যেভাবে ইনস্টল করেছিলেন সেভাবেই। এই লিংকে গিয়ে ডাউনলোড বাটনে আবার ক্লিক করুন, অটোমেটিক ভাবে আপডেট হয়ে যাবে।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
সামুতে কোন পোস্টে কমেন্টে নতুন ছবি আপলোড করা যে ঝামেলার সেটা কমবেশি সবাই জানি। নতুন ছবি আপলোডের কোন সরাসরি পদ্ধতি না থাকাটাই এই ঝামেলার হোতা - হয় কোন ইমেইজ হোস্টিং সাইটে ছবি আপলোডাতে হয় অথবা "নতুন ব্লগ লিখুন" নামের লিংকে ক্লিক করে ছবি আপলোড করতে হয়!
যাই-হোক, ঝামেলা এড়াতে কয়েকদিন ধরে গভেষণা করছিলাম, আর গভেষণা সার্থক এখন পেইনলেস উপায়ে সামুর কোন পোস্টে কমেন্টে নতুন ছবি জুড়ে দিতে পারবেন!
কিভাবে?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
গুগল ক্রোম:
যারা ক্রোমের ৪.০ (বা এর ওপরে) ব্যবহার করছেন, তারা সরাসরি ডাউনলোড লিংকে ক্লিক করুন।
ক্রোমের পুরোনো ভার্সনে একটু অন্যভাবে ইনস্টল করতে হবে। ।
ওপেরা: ওপেরায় ইনস্টল করা আরো সহজ। আপনার যদি ওপেরার লেটেস্ট ভার্সন থাকে, এই লিংকে চলে যান বিস্তারিত জানতে।
মজিলা ফায়ারফক্স:
* ব্রাউজারের জন্য GreaseMonkey প্লাগইন লাগবে। যারা অলরেডি ব্যবহার করছেন, তাদের তো কোন কাজই নেই, আর যারা ব্যবহার করেন না তারা GreaseMonkey এড-অন ইনস্টল করুন।
* GreaseMonkey ডাউনলোড হয়ে গেলে ব্রাউজার রিস্টার্ট দিতে বলবে, রিস্টার্ট করুন। এবার এই লিংকে চলে যান, আর ডাউনলোড লিংকে ক্লিক করুন।
ডাউনলোড লিংকে ক্লিক করলে নিচের মত একটা উইন্ডো আসবে, Install বাটনে ক্লিক দিন। ব্যস, কাজ শেষ!
অন্যান্য ব্রাউজারে টেস্ট করা হয়নাই তবে যাদের গুতোগুতির অভ্যাস আছে এই লিংকে খোজ নিতে পারেন।
কিভাবে কমেন্টে নতুন ছবি দেব?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মন্তব্য করার ঘরের ওপরে দেখুন: নতুন একটি লিংক এসেছে -
এখানে ক্লিক করে সরাসরি ছবি আপলোডান!
আপলোড হয়ে গেলে কাজ খুবই সিম্পল -
# যে ছবিটি কমেন্টে দিতে চান, সেটি সিলেক্ট করুন। কিন্তু Insert Image এ ক্লিক করবেন না, ক্লিক করলে এরর ম্যাসেজ দেবে!
# Get Image Code বাটনে ক্লিক করুন! কোড পেয়ে যাবেন আপলোড করা ছবির, শুধু কপি করে জায়গামত পেস্ট!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যদি কোন কারণে সামু ইমেইজ আপলোডার ব্যবহার বাদ দিতে চান:
সাময়িকভাবে বাদ: গ্রীসমাঙ্কি ডিজেবল করুন এক ক্লিকে। আপনার ব্রাউজারের একেবারে নিচে স্ট্যাটাস বারে ডান দিকে দেখুন বানরের মত দেখতে গ্রিসমাঙ্কির আইকন:
সেখানে ক্লিক করলে আইকনটা ধূসর হবে, মানে গ্রীসমাঙ্কি ডিজেবল হয়ে গেছে। এবার পাতা রিফ্রেইশ দিলেই দেখবেন ইমেইজ আপলোডার নেই।
চালু করতে: পুনরায় গ্রীসমাঙ্কির আইকনে ক্লিক করে পেইজ রিফ্রেইশ দিন।
পুরোপুরিভাবে স্ক্রিপ্ট আনইনস্টল: ফায়ারফক্সের মেনু থেকে Tools > Greasemonkey > Manage User Scripts এ যান।
বাম পাশ থেকে Samu Image Uploader সিলেক্ট করুন।
সিলেক্ট করা অবস্থায় একেবারে নিচে Uninstall বাটনে ক্লিক করুন।
-----------------------------------------------------
নিজের ব্যবহারের জন্য কোড প্রয়োজনমত এডিট করা যাবে। কোড দেখতে পারবেন এখানে
সাম্প্রতিক ভার্সন: ১.৫
সবসময় আপডেটেড থাকুন।
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১০ রাত ১১:০৯