প্রকৃতিতে ফাল্গুনের আবেশ ছড়ায়ে পলাশ-শিমুল কৃঞ্চচুড়ার ঘ্রাণ জড়ায়ে মন ছুটে যায় বাংলার আঙ্গনে পালায়ে।
শীত বিদায়ের এই বেলাতে ফাল্গুনের ফুলেল সুভাস মেলাতে
মন হারিয়ে যায় বার বার বাংলার আকাশে ফুলের ঘ্রাণে মন মেতে উঠে, গান বাজে বাতাসে।
বাসন্তী সাজ দেখছি এখন টুইটার ফেইজবুকে ফাল্গুনের সব রং লেগেছে যেন ললনাদের চোখে-মুখে
তাই তো ফুটেছে হাসি দেখ তোরা! আছিছ কোথায় কে ?
"ঋতুরাজের এই আবেশে হাসি-খুশি ফিরে আসুক, সবাই থাকুক সুখে তবেই শান্তিতে ভরে যাবে বুক।"