
আমার মা আর তাঁর কোলে আমার মেয়ে..........
"মা", কি ভয়ংকর একটা শব্দ!!! পৃথিবীর সমস্ত আলো যাতে লুকিয়ে আছে!!
যারা মা হারা তাদের কাছে কি আলো আর সেইভাবে ধরা দেয়? মায়ের অভাবে একটা সুন্দর গোছানো পরিবারের শ্রী হীন হয়ে পড়ে। আবার একটা মা-ই পরিবারকে সুন্দর করে তুলতে পারেন।
এটিএন বাংলায় দেখছিলাম, ছিন্নমূল মায়েরা তাদের সন্তানদের কি করে বুকে আগলে রাখেন। বহুরূপী মা, তা সে পাঁচতলার বাসিন্দা হোক আর রাস্তার... মায়ের মমতা সেই একই। রেলওয়ে স্টেশনে এক মা বলছিলেন, তিনি কারো কাছে নিজের সন্তানকে দেন না, পাছে চুরি হয়ে যায়। সারাটাসময় বুকে ধরে থাকেন। সন্তান যদি মরেও যায় তাও নিজের বুকেই মরবে, এটুকু সান্তনা তো তিনি পাবেন। হায় মা!!!!!
একটি বাচ্চা মেয়ে বললো, তার মা সারাদিন ঘুরে চেয়েচিন্তে একটু খাবার যোগাড় করে নিয়ে আসে। তারপর তাদের খেতে দেয় আর নিজে না খেয়ে থাকে আর কাঁদে। হায়রে জন্মদাত্রী !!!!
আজ 'মা' দিবসে মা'র সাথে দেখা করতে যেতে পারিনি। কিন্তু মনটা পড়ে আছে ওখানে। মা'কে ডেকেছিলাম কিন্তু তিনিও নিরুপায়।। সারাদিনে মুঠোফোনে মনের তৃষা মিটালাম। আর নিজের মেয়েকে বুকে নিয়ে মাতৃত্বের স্বাদ নিয়ে থাকলাম।
আমরা চার ভাই-বোন। শুধূমাত্র আমি কাছাকাছি থাকি। ক'বছর আগে আমিও ছিলামনা। থাকতাম দিনাজপুরে। প্রতি মাসে আসতাম রাজশাহী অন্তত একবার। কোনো কোনো মাসে তিনবার ও এসেছি। সপ্তাহে দু দিন ছুটি, এটাকে কাজে লাগানোর আপ্রাণ চেষ্টা করতাম। কাজে লাগানো মানে, মা'কে দেখবো। আর মা' ও কাঁদতো আর বলতো সারাক্ষণ অপেক্ষা করি কখন আমার সন্তানদের দেখবো, তাদের মা ডাক শুনবো, আমাকে মা ডাকার কেউ থাকেনা। তুই এলে তবু ডাকটা তো শুনি!! ভীষণভাবে মনে গেঁথে গেছে এ কথাগুলো। তাই বরকে বুঝিয়ে শুনিয়ে রাজশাহী বদলি করিয়ে নিয়েছি। তাঁর বাসায় না থাকি... কাছাকাছি তো থাকবো!! এমন করে ভালবাসি, কখনো মা'কে বলতে পারিনি। তাই আজ ব্লগের লেখায় খানিকটা আড়ালেই মা' কে জানাই, মা' তোমায় আমি ভীষণ ভালবাসি। এই জন্মের ঋণ আমি মরণ দিয়েও শোধ করতে পারবোনা।
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০০৯ রাত ৮:৩৩