http://www.youtube.com/watch?v=D8_fR37QQJE
প্রায় প্রত্যেক ফটোগ্রাফার আর পেইন্টার মনে হয় লাইফে কোন কোন সময় একটা না একটা সেল্ফ পোর্টেইট করে। একদিন পাঠশালায়, হিস্টরি ওফ ফটোগ্রাফি ক্লাসে, আমগোরে দেখাইলো পিকাসো, রেনে, সিজান,মাইক্যাল এঞ্জেলো ক্যমনে সেল্ফ পোর্টেইট কইরা গেসে। হেরপর এসাইনমেন্ট দিল নিজের পোর্টেইট নিজে বানায়া লইয়া আইতে হইবো। এই সেল্ফ পোর্টেইট একটা ছবিরও হইতে পারে, আবার একাধিক ছবির একটা সিরিজ/ ফটোস্টোরিও হইতে পারে।
ফটোস্টোরি আমার বরাবরের খুবি প্রিয় একটা জিনিষ। মাইনসের ফটোস্টোরি দেইখা আমি হাআ্ কইরা ব্যক্কলের লাহান তাকায়া থাকি আর মনে মনে ভাবি এইডি ক্যমনে সম্ভব !! এইবার যহন নিজের বানানির টাইম আইলো তহন বিশাআআল চিন্তায় পরলাম । ক্যমতে কি করুম

আমি ভাইবা দেখলাম, করো লগে দেখা হইলে আমরা তারে ক্যমনে চিনি? অবশ্যই তার হিস্টরি দিয়া। এক সময় না এক সময় আমরা জিগাই কই থিকা পাস করসেন? বা কই জব করতাসেন এহন? কেউ কেউ জিগায় আপনের বাড়ি কই? এইসব প্রশ্নের জবাব শুইনা আমরা তারে একটা টাইপের মধ্যে ফালাইতে চেষ্টা করি। হেরপর হের কাজবারে হের স্বভাব চরিত্র মানে যারে কয় "এডিটিউড" ক্যমন হেইডা বোঝার চেষ্টা করি। আমরা খেয়াল করি পোলাডা/মাইয়াডা কি বেশি কথা কয়? নাকি ফাইজলামি বেশি করে? নাকি সব কথারে এমুন সিরিয়াসলি নেয় যে পরে নিজেরি মনে হয়, ধুরো না বুইঝা হুদাই ক্যন হের লগে ফাইজলামি করতে গেসিলাম

শেষ মেষ ভাইবা বাইর করলাম আমি কি এইটা বুঝাইতে হইলে আসলে আমার এখন পর্যন্ত বিবর্তন টা না দেখলে কাউরে বুঝানো সম্ভব না। যেহেতু আমি বিশ্বাস করি জীবন আসলে কুনো গন্তব্য না পুরাটাই একটা জার্নি

কাজটা আমার মতো আইলশার জন্যে অনেক কঠিন আছিলো, নো ডাউট। কিন্তু এইটা বানানির সময় প্রত্যেকটা মোমেন্টে ব্যপক আনন্দ পাইসি। এইখানে যে গানটা ব্যবহার করা হইসে সেইটা একটা বিখ্যাত গান "মন তোরে পারলাম না বুঝাইতে" যেটা নতুন কইরা গাইসে শূন্য ব্যান্ড। ফটোগ্রাফ গুলার কিছু আমার তোলা আর বাকি গুলা তুইলা দিসে ফেরদৌস, নাসের আর অভিক ভাই।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:২৫