১৫ ই আগস্ট ১৯৭৫ সাল।
ভোরে ঢাকার সোবাহান বাগ এবং ধানমন্ডির অধিবাসীরা জানলো কিছু একটা হয়েছে..গোলাগুলি আর সামরিক যানের হুংকারে তাদের ঘুম ভেঙেছে।
তারপর রেডিওতে ঘোষনা...আমি মেজর ডালিম বলছি...
মানুষ জানলো জাতির পিতা এবং তার পরিবারবর্গ সেনাবাহিনীর সদস্যদের দ্বারা নির্মম ভাবে নিহত হয়েছে।
শেখ মুজিবুর রহমান একজন রাষ্ট্রনায়ক হিসাবে অনেক বিতর্কের জন্ম দিয়েছে। কিন্তু তার চেয়েও অনেক বেশী রাষ্ট্রবিরোধী কাজ করেছে এরশাদ - কিন্তু শেখ মুজিবকে কে মরতে হলো।
শেখ মুজিবের প্রধান এবং সবচেয়ে বড় অপরাধ ছিল পাকিষ্তান ভেঙে বাঙালী জাতির একটা ঠিকানা তৈরী করা।
১৯৭২ সাল থেকেই প্রতিবিপ্লবী এবং পরাজিত শত্রুরা ধীরে ধীরে সংগটিত হচ্ছিল। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পালিয়ে থাকা ঘাতক/দালালরা ধর্মের নামে তাদের এজেন্ডা বাস্তবায়নে সফল হয়েছে। যার একটা উদাহরন হলো - ৭৫ এর নির্মম হত্যাকান্ডের আগে অনেক মুসলিম দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি। অন্যদিকে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে একটা যুদ্ধবিধ্বস্থ দেশকে পুর্নগঠনে বাধা সুষ্টি করতে সফল ভাবে সংগঠিত হয়েছে জাসদ। দেশে এরা আর বিদেশে পরাজিত শক্তি বাংলাদেশকে সম্পূর্ন বিপর্যস্থ করে তুলেছিলো। সেই সময় শেখ মুজিবের অনেক পদক্ষেপ ভুল ভাবে ব্যাখ্যা করে যারা জনমত বিষিয়ে তুলেছিলো তাদের অনেককে পরে আমরা জিয়া এবং এরশাদের মন্ত্রীসভায় দেখি।
যা হোক। সেই দিন থেকে তিন দিন পর্যণ্ত সারাদেশে কারফিউ জারি করে শেখ মুজিবের মৃতদেহকে গোপালগঞ্জে পাঠানো হয়। অন্যদিকে দেখেছি জিয়ার মৃতদেহকে ৪০ দিনের শোকসহ ঢাকা সবচেয়ে গুরুত্বপূর্ন স্থানে মাজার বানানো হয়।
১৯৭৫ সাল থেকে রাষ্ট্র নিয়ন্ত্রিত বেতার টিভিতে শেখ মুজিব ছিল সম্পূর্ন নিষিদ্ধ। ১৯৯১ সাল থেকে বিভিন্ন অনুষ্ঠানে শেখ মুজিবকে নিয়ে কিছু আলোচনা শুরু হলেও ১৯৯৬ সালে টিভিতে শেখ মুজিব রেডিও টিভিতে প্রচারিত হতে শুরু করে।
আজ রাজাকারাও বলছে শেখ মুজিব বাংলাদেশের স্থপতি!
দীর্ঘ ২৫ বছরের নিষেধাজ্ঞার সময় যে কথাগুলো প্রচারিত হয় - তা হলো -
১) শেখ মুজিব মরার পর কেহ ইন্নালিল্লাহ পড়েনি ( এখন একজন বললো কুকুর বিড়ালও কাদেনি)।
২) শেখ মুজিবের ছেলেরা ব্যাঙ্ক ডাকাতি করেছে।
৩) শেখ মুজিবের ছেলেরা বিশ্বদ্যালয়ের মেয়েদের উঠিয়ে এনেছে।
ইত্যাদি...
একটা দেশের রাষ্ট্রপতিকে হত্যা করার পর তিনদিন কারফিউ দিয়ে প্যানিক তৈরী করে যদি কেহ বলে কই মানিষতো কাঁদরো না..এর চেয়ে নির্বোধের মতো প্রশ্ন করা মনে হয় সম্ভব নয়। দীর্ঘ ২০ বছরের নিষেধাজ্ঞার পরও আজ শেখ মুজির তার ভুমিকায় ভাস্বর। বাংলাদেশের ইতিহাসের মহানায়ক হিসাবে তার ভুমিকায় একফোঁটা কালিমা লেপন সম্ভব হয়নি বলেই আজ রাষ্ট্রপ্রধান টুঙ্গীপাড়া যাচ্ছেন..রাজাকাররা তার গুনরর্কীতন শুরু করেছে। এটা হলো বাস্তবতা।
শেখ মুজিব মারা যাওয়া পর যারা ক্ষমতায় এসেছে এবং ধারাবাহিকভাবে থেকে সবাই ধীরে ধীরে আমাদের মুক্তিযুদ্ধের অর্জনকে নষ্ট করেছে। তারা যখন শেখ মুজিবের বাড়ি ফিরিয়ে দিলো তখন তার ব্যাংক একাউন্ড ফেরত চাওয়া হরে তার হদিস সরকার দিতে পারেনি। শেখ মুজিবের ছেলেদের ডাকাতির একটা প্রমান ২০ বছরের কেহ দিতে পারেনি।
সুতরাং এখনও যারা ইতিহাস নিয়ে দ্বিধান্বিত...যারা মনে করছেন শেখ মুজিবকে হত্যা করাটা ছিল ..তারা আসলে বাস্তবতার থেকে বিচ্ছিন্ন হয়ে একটা কাল্পনিক জগতে বাস করেছেন।
সেই জগতটা যারা তৈরী করেছিল তাদের দিন শেষ। গত ১২ বছর যাবত একটা বিচারের সুরাহার করতে যারা বাধা সৃষ্টি করেছে তারা শুধু নিজেদের পাপের বোঝাটাই বাড়িয়েছে।
আশা করি দ্রুতই বাংলাদেশ খুনীদের বিচারের শেষ দেখবে এবং ৩২ বছরের টেনে নেওয়া পাপের বোঝা টানা থেকে মুক্তিপাবে।
(বি: দ্র: যারা জানতে চায় তাদের জন্য ইতিহাস আর যারা বিভ্রান্ত থাকতে চায় তাদের জন্যে প্রপাগান্ডা - দুইটাই যথেষ্ঠ পরিমানে ছড়িয়ে আছে - এখন যার যা পছন্দ)
১৫ আগস্টের হত্যাকান্ড - কিছু মীথ ও বাস্তবতা!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩০টি মন্তব্য ০টি উত্তর


আলোচিত ব্লগ
চীনের জে-১০ যুদ্ধবিমান কোনো চকচকে ল্যাব বা বিলাসবহুল ফ্যাক্টরিতে জন্মায়নি
১: গবেষণা ও উন্নয়ন (R&D) দলের অক্লান্ত পরিশ্রম।
২: বাইসাইকেলে চেপে কাজে যাচ্ছেন প্রধান প্রকৌশলী সু চিশৌ।
৩: প্রথম উড্ডয়নের পর কেঁদে... ...বাকিটুকু পড়ুন
Bangladesh bans ousted PM's Awami League under terrorism law
হায়রে এরেই বলে কর্মফল। ১৭ টা বছর গুম , খুনের মাধ্যমে এক ভয়ের রাজ্য তৈরী করে কেড়ে নেয়া হয়েছিল মানুষের বাকশক্তি। চোখ, কান, মুখ থাকতেও... ...বাকিটুকু পড়ুন
দিন গেলে আর দিন আসে না ভাটা যদি লয় যৌবন
এমন কোনো বিষয় আছে, যা নিয়ে জাতি পুরোপুরি একমত? ৫০% একমত হতে পারে এমন কোনো বিষয়ও চোখে পড়ে না। একপক্ষ রবীন্দ্রনাথের গান জাতীয় সঙ্গীত হিসেবে মনেপ্রাণে ধারণ করে, আরেক পক্ষ... ...বাকিটুকু পড়ুন
অনু গল্পঃ শেষ বিকেলে
ছবিঃনেট
শীত যাই যাই করছে, বিকেলের রোদের আলো আকাশ জুড়ে ছড়িয়ে, পুকুর পাড় ঘেঁষে যে পুরোনো আমগাছটা দাঁড়িয়ে আছে, তার নিচে ছায়া পড়ে আছে নিঃশব্দে।
সেই ছায়ায় বসে আছেন মিজান... ...বাকিটুকু পড়ুন
Dragon: ডিগ্রী লাভের জন্য আপনি কি পরিশ্রম করেছিলেন ?
সাধারণত ভারতীয় মুভি তেমন দেখা হয় না। অনেকদিন পর গত শনিবার একটা ভারতীয় মুভি দেখলাম। আসলে ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে যুদ্ধের মুভির খুজতেসিলাম যে মুভিতে ভারত পাকিস্তানকে হারিয়ে দেয় সামরিক... ...বাকিটুকু পড়ুন