১৯৮২ সালে এরশাদ সামরিক শাসন জারি করে অন্যান্য নেতাদের সাথে মওদুদকেও গ্রেফতার করেন এবং জিয়ার আমলে যে অভিযোগে মন্ত্রীত্ব হারিয়েছিলেন তারই ভিত্তিতে সামরিক আদালতের রায়ে তার তার পাঁচ বছরের জেল হয়। যখন মওদুদ জেলে যাচ্ছেন - ঠিক একই সময় দেখা যায় মওদুদ সাহেবের সহধর্মিনী জেঃ এরশাদের লন্ডন সফরে সফরসংগী হচ্ছেন। সেই সফর থেকে ফিরেই এরশাদ মওদুদকে ক্ষমা করে দেন এবং দেশবাসী অবাক হয়ে দেখলো উনি জেনারেল এরশাদের মন্ত্রী সভার সদস্য হিসাবে শপথ নিলেন।
তারপর তার যাত্রা শুরু হয় ক্ষমতার শীর্ষে একজন নীতিনির্ধারক হিসাবে। এরশাদের সামরিক সরকারের তার বিচরনের সংক্ষিপ্ত চিত্র হলোঃ-
• ১৯৮৬ সালের মিডিয়া ক্যুর নির্বাচনে এমপি নির্বাচিত হন।
• ১৯৮৮ সালে একদলীয় নির্বাচনে আবারো এমপি নির্বাচিত হন।
• ১৯৮৫ -১৯৮৮ - সামরিক সরকারের যোগাযোগ মন্ত্রী।
• ১৯৮৬ - ১৯৮৮ - সামরিক সরকারের উপপ্রধান মন্ত্রী।
• ১৯৮৮ - ১৯৮৯ - এরশাদ সরকারের প্রধানমন্ত্রী।
• ১৯৮৯ - ১৯৯০ - এরশাদের ভাইস প্রেসিডেন্ট।
১৯৯০ সালে যখন এরশাদের শাসন বিরোধী আন্দোলন যখন তুংগে তখনকার একটা দৃশ্যটা অনেকে ভুলবেন না নিশ্চয় - মওদুদ সাহেব এরশাদের শাসনের বৈধতার বিষয়ে সাংবিধানিক ব্যাখ্যা বিষয়ে টিভিতে বক্তব্য রাখছিলেন - হঠাৎ করে এরশাদের পদত্যাগের খবর প্রচারে জন্যে তাকে টিভি পর্দা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।
(চলবে)