আমারএক বান্ধবীকে মোবাইলে কল করার চেষ্টা করছিলাম । হঠাৎ শুনি কোকিলকণ্ঠী
বলছেন "দুঃখিত, এই মুহূর্তে আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। মোবাইলের মালিক এই মুহূর্তে গাছের ডালে দোল খাচ্ছেন । গাছ থেকে নেমে এলে অনুগ্রহপূর্বক একটু পরে চেষ্টা করুন" । তারপর সেই একই কথা ইংরেজীতে বললেন।
আমি হতভম্ব হয়ে বোঝার চেষ্টা করলাম ব্যপারটা কি হলো । আমি বিজ্ঞানের ছাত্র এবং ডারউইন তত্ব জানা ছিল । তাই খুব সহজেই বুঝে ফেললাম যে "মোবাইলে কো ম্পানির কোন যান্ত্রিক ত্রুটির কারনে আমার কলটি, বান্ধবীর পুর্ব পুরুষের কাছে চলে গিয়েছিল, যিনি ঐ মুহূর্তে গাছের ডালে দোল খাচিছলেন" এবং সেই কারনে আমি ঐরকম বক্তব্য শুনেছি।
সমস্যাটা হলো বান্ধবীকে পরে ব্যপারটা ব্যখ্যা করার পরে। সে (1) তীব্র অপমানিত বোধ করছে (2) তীব্র প্রতিবাদ জানিয়েছে আমার ব্যখ্যার (3)এবং আমাকে মিথ্যেবাদী প্রমান করার চেষ্টা করছে।
আপনাদের কারো কাছে কি পুরো ব্যপারটার আর কোন গ্রহন যোগ্য ব্যখ্যা আছে?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০