এক লক্ষ বার আসবো যাবো তোর বাড়ির খুব কাছে
তোকে নাই বা জানালাম এসেছিলাম! তুই ঘুমোবি তোর মত,
আমি লুকিয়ে দেখবো ক্ষীণ চাঁদ এবং পথবাতির আলোর অসংলগ্ন সহবাস, ঠাণ্ডা বাতাসের তলোয়ার কাটবে শার্টের আস্তিন
কত কিছু হতে পারে, আবার নাও হতে পারে, আমি জানি
আষাঢ়ের স্বপ্নগুলো তোকমার মত ফুলে ফেপে নিজে নিজে দ্রবীভূত হলে
সবাইকে জানিয়ে দেবো আমার যাবতীয় ভুলগুলো তোরই জন্য,
মরে যাই কিংবা বেঁচে থাকি, বালি কণা কিংবা কাদার দলার মত
গড়াগড়ি খাই, এঁটো খামির মত নীল চিঠির অতিরিক্ত বাক্যে যদি কিছু লেগে থেকে তাতে তোর কি?
মনে হচ্ছে কারাগারের মত তালাবন্ধ রেখে গেছে কেউ, বাইরে থেকে আটক করে চলে গেছে, শাসিয়ে গেছে দানা পানি বন্ধ হবে কিন্তু
বলে যাচ্ছে সুখবর আসছে,
আমি জানি পৃথিবীর সকল সান্ত্বনার মূলে থাকে পাঁচ টনী ট্রাকের অতিরিক্ত রড বহন করার মত ঢাউস ওজন। ভারবাহী খচ্চরের মত বয়ে যাচ্ছি অতীতে নিমজ্জিত সুখের ওজন,
আমি খাবো না, ঘুমাবো না, স্বপ্ন দেখবো না - তাতে তোর কি? মরে গিয়ে তোকে ফাঁসাবো এবার,
এক লক্ষ বার ইঁদুরের মত স্মৃতি কাটবো, নোংরা সেই গল্পের পাতায়
পাতায় নচ্ছার তেলাপোকার মত ঘুরে বেড়াবো - তাতে হয়তো একদিন তোর মন খারাপ হবে, দুই দিনের দিন অক্সিজেনের স্বল্পতায় ভুগবি, তারপর তুই যা
যেমন আদি ও অকৃত্রিম
সেই রয়ে যাবি
--
ড্রাফট ১.০/ তুই ও অভিমান যেন সহোদর শব্দাবলী ...