এলোমেলো পেপারের স্তুপ, ধুলো জমে কিছু গেছে ছিঁড়ে -
শাহরুখের নতুন ছবি হিট, ৫ মৃত্যু জাকাতের ভীড়ে
নতুন বিমান ক্রয় চুক্তি সই, মালয়শিয়া শ্রমিক আসে ফিরে
রক্তদান কর্মসূচী, দেড় ইঞ্চি এফিডেভিড নোটিশ
প্যালেস্টাইনে বিমান হামলা, নিষিদ্ধ জাটকা ইলিশ
লাক্স সুন্দরীর সাক্ষাত্কার, পঞ্চগড়ে কৃষক খায় বিষ
এসএসসিতে পাসের হার কম, গ্রেফতার ভেজাল সয়াবিন
তারকার বিয়েটা হবে না, বাণিজ্যঘাটতি যুক্তরাষ্ট্র চীন
ক্রসফায়ারে হিরঞ্চি মরেছে, নিজামীরা পেয়েছে জামিন
নতুন নক্ষত্র আবিষ্কার, মারা গেছে খেলোয়াড়ের পিতা
হিলিতে তরুণী ধর্ষণ, শেরাটনে গায় শুভমিতা
নাম বদল সড়কের, কেটেছে সুরমা সেতুর ফিতা
মুড়িঘন্টে আন্দাজমত ঝাল, জেনে নিন রাশিফল খবর
সুনামগঞ্জ প্লাবিত হয় ঢলে, ডনের রিলিজ "বন্ধুয়ার ঘর"
ট্যাক্স কমে লেক্সাসের, হল ছাড়ে জাহাঙ্গীরনগর
ঢাকা স্টক এক্সচেঞ্জে ভীড়, টাইগার টীম হয়েছে অলআউট
শুটিংএ জিতেছে রূপা, ব্যাংকে নতুন ৫০০ টাকার নোট
প্রধানমন্ত্রীকে সৌদি সরকার উপহার দিয়েছে দুটো উট
সের দরে বিক্রি হবে সব - দুর্ঘটনা, খেলা, সাজগোজ
"আব্বাজান কটকটি খাবো", শিশুটি বায়না ধরে রোজ
ফেরিঅলা যেই ডেকে চলে যায়, "আছে কাগজ কাগজ"
----
ড্রাফট ২.০
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১০ রাত ১১:১৮