![]()
চলে গেলেই কি চলতে পারা যায়
অমন সুস্থির অবয়ব নিয়ে, স্যান্ডেলের শব্দ তুলে।
নিপুণ দেহভঙ্গি আর অস্বাভাবিক স্বাচ্ছন্দ্যে মাতাল নও তো তুমি!
বিকেলের পাড় ভেঙে সন্ধ্যার কিনারে কেন অপেক্ষায়?
উদ্ধত অমল চিবুক; নির্দয় চুমুতে বিক্ষত ঠোঁটজোড়া
কতটা মুছতে পারলে?
পরিচিত শরীরের ঘ্রান, পুরনো দিনের মাদকতায় কতটা সহজ হাটো তুমি?
কাতলের ঘাই দেয়া বুকের দীঘিটা আজ কেমন শান্ত?
কি নির্বিকার বৃষ্টিস্নাত তুমি! কাঁদছো?
অপরাজিতা, চলে গিয়ে কতটা চলতে পেরেছো তুমি?
ভরদুপুরে ঘাতক পাখির ডাক
রাতের চাঁদর ছিঁড়ে অর্বাচীন হাহাকার
তোমার চোখের নীলে ইতস্তত মেঘেদের ভীড়।
আর কত চলা...আর কতটা চলবে.....চলে গিয়েই কি অধিক ফিরে আসো নাই বারবার!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



