
বাংলাদেশের সেনাবাহিনীর প্রতীকের সাথে পাকিস্তানের সেনাবাহিনীর প্রতীকের অনেক মিল,তালোয়ারের বঁাক, শাপলা অবস্থান,এমনকি ব্যাকগ্রাউন্ড পর্যন্ত!

সাথে সাথে নেট সার্চ দিলাম আমাদের পার্শ্ববর্তী দেশ গুলোর সেনাবাহিনীর প্রতীক দেখার জন্য, একটা সাথে আরেকটা কোনও মিলই নাই!

এইটা ভারতীয় সেনাবাহিনীর প্রতীক

এইটা মায়ানমার সেনাবাহিনীর প্রতীক

এইটা শ্রীলংকার সেনাবাহিনীর প্রতীক
আমার মনে হয়, বাংলাদেশের সরকারের এই দিকে একটু সুনজর দেয়া দরকার। কোটি কোটি টাকা ব্যয় করে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম না বদলিয়ে, বাইরের রাষ্ট্রের কাছে হাস্যস্পদ না হয়ে, বরং বাংলাদেশের সেনাবাহিনীর প্রতীক বদলানো দরকার ছিলো। যাতে করে পাকিস্তান নামক অসভ্য একটা জাতির সাথে মিলে যায় এমন কিছু আমাদের সেনাবাহিনী কে বয়ে বেড়াতে না হয়। আমরা সর্বদাই স্বতন্ত্র ছিলাম, আছি, এবং থাকবো ইনশাল্লাহ!
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১০ রাত ১২:৫২