সম্মানিত ব্লগার,
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের প্রিয় সামহোয়্যারইন ব্লগের গোপন নির্বাচন পদ্ধতিতে ব্লগিয় মন্ত্রীপরিষদ গঠন করা হয়েছে। গোপন নির্বাচনে অংশগ্রহণের জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।
এক নজরে দেখে নিন আপনাদের ভোটে নির্বাচিত সামুর মন্ত্রী পরিষদঃ-
১) রাষ্ট্রপতিঃ- নোটিশবোর্ড
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

২) প্রধানমন্ত্রীঃ- জানা
শোনা যাচ্ছে প্রতিদ্বন্দ্বী আরিলের সাথে গোপন আঁতাতের মাধ্যমে নির্বাচিত হয়েছেন

৩) স্বরাষ্ট্র মন্ত্রীঃ- পদ খালি।
প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অন্যমনস্ক শরৎ সম্প্রতি পিএইচডি করতে দেশের বাহিরে যাওয়ায় স্বেচ্ছায় অবসর গ্রহণ করেছেন


৪) অর্থমন্ত্রীঃ- আরিল
প্রধানমন্ত্রী পদে আঁতাতের কারণে অর্থমন্ত্রী পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বর্তমান প্রধানমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় নিয়োগ লাভ করেছেন

৫) পররাষ্ট্র মন্ত্রীঃ- কাল্পনিক_ভালোবাসা
ডিপ্লোমেটিক প্রতিদ্বন্দ্বীর অভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

৬) আইনমন্ত্রীঃ- সুমন কর
প্রতিদ্বন্দ্বী অপর্ণা মম্ময়কে অল্প কিছু সংখ্যক ভোটে পরাজিত করেন

৭) যোগাযোগ মন্ত্রীঃ- মামুন রশিদ
নিকটতম প্রতিদ্বন্দ্বী কান্ডারি অথর্ব কে মাত্র ৫ ভোটে পরাজিত করেন

৮) সমাজকল্যাণ মন্ত্রীঃ-সাবরিনা সিরাজী তিতির
প্রতিদ্বন্দ্বী আমিনুর রহমান জয়যুক্ত হয়েও বোনকে আসন ছেড়ে দিয়ে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেন

৯) স্বাস্থ্য মন্ত্রীঃ- জাফরুল মবীন
উনি প্রতিদ্বন্দ্বী মাগুরকে সহজ ভাবে পরাজিত করেন

১০) মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রিঃ- বাঙলার হাসান
নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসান কালবৈশাখী কে বিপুল ভোটে পরাজিত করেন

১১) পর্যটন মন্ত্রীঃ- বোকা মানুষ বলতে চায়
উনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন জুন এবং সাদা মনের মানুষ

১২) নারী ও শিশু কল্যাণ মন্ত্রীঃ- আরজুপনি
অপেক্ষাকিত নবীন প্রতিদ্বন্দ্বী শিশু বিড়ালের সাথে ৪০০৩ ভোটে জয়ী হন

১৩) সংস্কৃতি বিষয়ক মন্ত্রীঃ- সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
প্রতিদ্বন্দ্বী এ.টি.এম.মোস্তফা কামালকে মাত্র ২ ভোটে পরাজিত করেন

১৪) প্রাণী ও মৎস্য সম্পদ মন্ত্রীঃ- *কুনোব্যাঙ*
প্রতিদ্বন্দ্বী খাটাসকে বিপুল ভোটে পরাজিত করেন
১৫) শিক্ষা মন্ত্রীঃ- মাঈনউদ্দিন মইনুল
প্রতিদ্বন্দ্বী বেঈমান আমি কে সার্টিফিকেট জালিয়াতির জন্য মনোনয়ন
বাতিল করে কারন দর্শানো নোটিশ দেয়া হয়।

১৬) ধর্ম মন্ত্রীঃ- না পারভীন
তথ্য কারচুপি ও ধর্ম কেলেঙ্কারির জন্য উনার প্রতিদ্বন্দ্বী আসিফ মহিউদ্দীনের মনোনয়ন পত্র বাতিল ও জামানত বাজেয়াপ্ত করা হয়

১৭) রেল মন্ত্রীঃ- পদ খালি।
ইচ্ছুক প্রার্থীরা কমেন্টে মনোনয়ন পত্র দাখিল করুণ

.
.
.
বর্ধিত মন্ত্রী সভাঃ
১৮) লুল মন্ত্রিঃ অপূর্ণ রায়হান
প্রতিদ্বন্দ্বী সেলিম আনোয়ারকে ১৭০৫ ভোটে পরাজিত করেন। অপর প্রার্থী এহসান সাবির মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। সো মেয়েরা সাবধান

১৯) যুব ও ক্রীড়া মন্ত্রীঃ নিমচাঁদ
প্রতিদ্বন্দ্বী স্বপ্নবাজ অভি অপেক্ষাকিত নবীন হওয়ার পরেও মাত্র ৩৫ ভোটে পরাজিত হন।

করিয় ফান, ভাবিয়োনা!!

নাথিং পার্সোনাল

সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৪ ভোর ৪:০২