মিয়ানমারে জীবনযাত্রার মান দুনিয়ার মধ্যে অন্যতম নিম্নপর্যায়ের। জ্বালানি তেলের মূল্য ১০০% থেকে ৫০০% বাড়াতে মূল্যস্ফীতি হয়েছে ৩৫%। এবং জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধিটি হয়েছে আই.এম.এফ ও বিশ্বব্যংকের দাবি মোতাবেক।
জাতিসংঘের হিসাব অনুসারে, মিয়ানমারে ৫০ মিলিয়ন অধিবাসীকে তাদের মাসিক আয়ের ৭০% ই ব্যয় করতে হয় খাদ্য কিনতে। সাম্প্রতিক জ্বালানির মূল্য বৃদ্ধি তাদের অন্তত ১০ মিলিয়নের জন্য ছিল একেবারেই অসহনীয়।
মিয়ানমার মাদক ব্যবসায় গভীর ভাবে যুক্ত, আন্তর্জাতিক মাদক-রুটের অন্তর্ভুক্ত। হামিদ কারজাই এর আফগানিস্তানের পর হিরোইনের উত্স হিসাবে এটিই শীর্ষে অবস্থানকারী দেশ।.................................
...........................................
.........................
(সূত্রঃ "The Geopolitical Stakes of the Saffron Revolution" by F. William Engdahl এবং "Myanmar: Washington's geopolitics and the Straits of Malacca" by Sara Flounders)
সম্পূর্ণ লেখাটি পেতে এই লিংকে ক্লিক করুনঃ
http://www.sachalayatan.com/guest_writer/12727