লিস্টি বড় বইলা এক পোস্টে সব প্রিয় বল্গার রে কয়েদ করা যাইতেছে না


ডিসক্লেইমারঃ নতুন অনেক ভাল বল্গার আছে, তয় লিস্টিতে ডাইনোসররা আইতেছে আগে


ফারহান দাউদ : মাথাগরম কিন্তুক চমৎকার বল্গার। তার হিউমার, চিন্তার গভীরতা আমার ভাল্লাগছিল। দুর্জনে অবশ্য তার ব্লগের শুরুর দিককার একখান রটনারে ঘটনা বইলা চালায় দিতে চায়, কিন্তুক সেইডা রাজনৈতিক দৃষ্টিকোণ থেইকা। যারা কন তারাও জানেন ফারহানের লেখা কত ভালা।
শামসীর: দোস্তে ডাইনোসরের সময় থেইকা ব্লগিং করে

ফিউশন ফাইভ : মহামান্য ফিফা




কোপা সামছু : ব্লগে ডন এক্টাই আছিল, কোপার আজাবনামার মতো সিরিজ আজকাল চউক্ষে পড়ে না

আরিফ থেকে আনা :বুকারে বুকা... কড়া বল্গার। আর কিছু কমু না



অলস ছেলে : অলসের আসল মজা তার কমেন্টে, কোথা থেইকা বিষয় কোথায় মোড় নিব পোস্টদাতা জন্মেও ভাবতে পারবো না। কমেন্টগুলো সবসময়ই মজা লাগে।মাঝে মাঝে চরম সারক্যাস্টিক।
চিকনামিয়া : হেতে আছে কিন্তু ২/৩ বছরের উপ্রে, পোস্ট ১০খানও দেয় নাই। চিকনার থেইকা আগায় আছে শুধু সাব ষ্ট্যান্ডার্ড


রাজামশাই : রাজামশাইয়ের পোস্ট যাই হোক, রাজামশাইয়ের রিপ্লাই ব্যাপক্স, ওনার ব্লগে সবার কমেন্টও মজার। তবে রাজায় ব্যাপক লুল

বিডি আইডল : মুভি সংক্রান্ত যেকোন ব্যাপারে যারে আমি আমার ৩ গুরুর একজন মনে করি।


মোতাব্বির কাগু : কাগুর ফানপোস্ট আর মুভির টেস্ট ভালা পাই।কাগু মনে হয় বাড়ি নিয়া ইদানিং ব্যস্ট আশে।
চলবে…


সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১০ রাত ৯:৪৪