অতিথি বলেছেন: আপনার এই পোস্ট, ল্যাপ ড্যানস, কনডম এই পোস্টগুলোর বিপরীতে অশ্লীলতার বিরুদ্ধে পোস্টগুলো কেমন যেন কন্ট্রাডিকটরী না?
আমার কেমন যেন মনে হচ্ছে অশ্লীলতা হয়ত আপনি সহ্য করতে পারেন না। কিন্তু নিজেই অশ্লীল সংবাদগুলো ঘেঁেট দেখতেই দ্্বিধা করেন না। অবশ্য আমি ভুলও হতে পারি।
আজকাল বলেছেন: আগে জানতাম - মাথা আছে যার, মাথা ব্যাথা তার...
এখন শুনি অন্য কথা!!!
ঝরা পাতা বলেছেন: পরীক্ষা চালানো হয় 68 জন প্রাপ্তবয়স্ক তরুণের উপর কিন্তু পোস্টে তরুনীর ছবি। আমি তো ভাবলাম ওই তরুনীর উপর বুঝি চালানো হয়ছিল।
অতিথি বলেছেন: হজুরে আ"লা পাক কেবলা আস্তিকে মাওলা হাবিবমহাজন পবিত্রতাবাদী সাহেবের মাথা ব্যাথার রহস্য উদঘাটিত হলো অবশেষে।
আসলেই সব মাথা ব্যাথার উৎস একজায়গায়ই, একটা মাথায় ব্যাথা শুরু হলে সেই ব্যাথা অন্য সব মাথায় ছড়িয়ে যায়। আপনার কাছে আরও বিজ্ঞানের বানী শোনার প্রতীক্ষায় আছি।
হাবিবমহাজন বলেছেন: বাহঃ আমার পোস্টে ছাগলের আমদানী বৃদ্ধি পাইয়াছে!
মুর্শেদ,
মানবাধীকার বিরোধী "ল্যাপ ড্যানস" সম্পর্কিত পোস্টটি আমি প্রথম পেইজে প্রদর্শন থেকে বিরত ছিলাম।
অতিথি বলেছেন: হুজুরে আ'লা পাক কেবলা আস্তিকে মাওলা হাবিবমহাজন পবিত্রতাবাদী আসলে সামনে কুরবানী তাই ছাগল হাটে তোলা যাবে কি না দেখতে আইছে এইখানে। দামড়া ছাগল লাগে, দাম উঠবো ভালোই.....আপনে কত হইলে উঠবেন কন?
হাবিবমহাজন বলেছেন: ছাগলে সবাইরে ছাগল ভাবে! আজব দুনিয়ায় এটাই নিয়ম।
হাবিবমহাজন বলেছেন: মুর্শেদ, আজকাল ও ঝরা পাতা,
ধন্যবাদ আপনাদের।
অতিথি বলেছেন: ঘাস দিলেই পারেন.. বেচারার মাথার ব্যামো!
হাবিবমহাজন বলেছেন: হ্যাঁ , ছাগলরা ঘাসের লোভেই এখানে আসছে। অগোরে ঘাস দিতে অইবো।
অতিথি বলেছেন: হাবিবমহাজন,
বিজ্ঞান ভিত্তিক লেখাটি উপহার দেয়ার জন্য ধন্যবাদ।
অতিথি বলেছেন: ভাইসব,
এখন যদি আবার ঘাসের দাবিতে পোস্ট মুছার আন্দোলন করেন তাহলে তো কর্তৃপক্ষ বিপদে পড়বে..
হযবরল বলেছেন: 68 জনের উপর কি ভাই গবেষণা হয়, তাইলে এই ব্লগ গবেষণা কইরা কওয়া যায় তরুণ সমাজ জামাত প্রেমে পাগল হইয়া গেছে।
হাবিবমহাজন বলেছেন: হযবরল,
ঘৃনিত জামায়াতকে ঘৃনা করতেই দেখছি। আমি জামায়াতের প্রতিনিধির খোঁজ পাচ্ছি না। দয়া করে ঐ ভন্ডদের একটি লিষ্ট দেন ভাই। ধন্যবাদ
অতিথি বলেছেন: লেখাটি ভালো লেগেছে বস।
রাগ ইমন বলেছেন: হাবিব ভাই,
এখনও মাইগ্রেনের কারনই বের করতে পারে নাই কেউ।
ব্যথার সং গা বের করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে দুনিয়ার তাবৎ বিজ্ঞানী, গবেষক, ডাক্তার.......নিউরোলজিস্টরা।
এখনও ব্যথাকেই আমরা বুঝতে পারিনি!!! ব্যথার কারন বুঝে ফেলাটা একটু বেশি বেশি হয়ে গেল না?
মাইগ্রেনের অসহায় রোগীদের কত বড় ক্ষতি করলেন, লজ্জা দিলেন আর বিব্রতকর অবস্থায় পড়ার পথ করে দিলেন..........একটু ভাববেন?
ঐ পোড়ার দেশে বিজ্ঞানীদের চেয়ে অজ্ঞান বেশি। এরা বিদেশী থিসিসের সারাংশ পড়ে দিগগজ হয়ে যাবে।
যৌনকামনা ভীষন ভাবে শিক্ষা দীক্ষা , কালচার, মন মানসিকতার উপর নির্ভর করে।
মাত্র 68 জনের উপর জরিপ চালিয়ে ,
" এইটার কারন ঐ টা " বলার সাহস বোধ হয় দুনিয়ার সবচেয়ে বড় বিজ্ঞানীরও নাই। কারন , টোটাল পপুলেশন 600 কোটি। রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল বলে একটা ধারনা গবেষনায় রাখতেই হয়। রিলায়াবিলিটি ( নির্ভরযোগ্যতা) এবং জেনারেলাইজেশন ( সবার জন্য প্রযোজ্য কিনা) গবেষনার সবচে বড় দুইটা খুটি।
এই বিষয় গুলো সম্পর্কে কোন ধারনা বা ডিসক্লেইমার না দিলে পোস্টা টা " প্রোপাগান্ডার " পর্যায়ে পড়ে।
খারাপ লাগলো। তাই বললাম। আমি মনে করি আপনি একজন দায়িত্ব শীল লেখক।
তাই অনুরোধ, শিরোনামে " হতে পারে" লাগান। বিভ্রান্তি না ছড়ানোর তাগিদে!!!
রাগ ইমন বলেছেন: আরেকটা কথা , বেশির ভাগ ক্ষেত্রেই এই সব গবেষনা গুলো ---- কারো টাকা ছিলো, কারো থিসিস লেখার দরকার ছিলো, কারো পাবলিকেশনে লেখার দরকার ছিলো---- ব্যাটে বলে মিলে যায়।
কোনটা কতখানি গুরুত্বপূর্ন , একটু খিয়াল কইরা বস।
হার্ভার্ড আর উপসালা বিশ্ববিদ্যালয়ের মত প্রতিষ্ঠানের ভন্ডামি নিজের চোখের সামনে দেখেছি। কলম্বিয়ারও গরীব , অসহায় মানুষকে ইউজ করে ---নাই কাজ তো খই ভাঁজ-- গবেষনার চরিত্র দেখতে হয়েছে।
আবারো বলছি, খিয়াল কইরা........।
অতিথি বলেছেন: টোকাই চইলা আইসে!
হাবিবমহাজন বলেছেন: রাগ ইমন আপু([link|http://www.somewhereinblog.net/shahana/post/17579|kvnvbvcyi
নুশরাত শারমিন সুমি বলেছেন: ইন্তেখাবের সাথে একমত।
অতিথি বলেছেন: আমি সুমিপুর লগে সহমত। উনার মত আমারও পরোবলেম হয় আকাঙক্ষা বাড়লে।
অতিথি বলেছেন: হাবিব মহাজন খুব লেইম যুক্তি। প্রথম পেইজ থেকে দেয়া বিরত থাকলেই কি আপনার "যৌনতা" বিষয়ক পোস্ট সাদা হয়ে গেল? আপনার ব্লগের কোথাও কিংবা পোস্টের টাইটেলেও তো কোথাও সাবধানতা নেই।
আমি ধোয়া তুলসী পাতা নই। কিন্তু অন্যরা পোস্ট করলে "প্রতিবাদ", "পোস্ট ডিলিট", "ছোট ভাই বোনদের সমস্যা", আর নিজের বেলায় ঠিকই ছোটখাট চটুল যৌনতার চাটনী? মানতে পারলাম না ভাই।
বকলম বলেছেন: পড়লাম, জানলাম এবং ভুইলাগেলাম।
বিজ্ঞানের কাজ এক্সপেরিমেন্টাল । ধ্রুব সত্য বলিয়া মানিয়া লওয়ার কোন কারন নাই ।
এইসব বিষয়ে একটু সুরসুড়ি তো লাগেই (মানুষ তো)।
এখন কেউ যদি বলে ভাই আমার মাইগ্রেণ হচ্ছে, তো তার দিকে ভুরু কুছকাইয়া তাকাইতে হইব। বিবাহিত হইলে কমু ভাই, ভাবীর লগে কি আজকাল ঝগড়া চলতাছে? আর অবিবাহিত হইলে কমু ভাই, এইবার একটা বিয়া করেন। বুড়া আর গুড়া (বাচ্চা) দের কি কমু বুঝতাছি না।
নুশরাত শারমিন সুমি বলেছেন: চোর,
আমি বিজ্ঞান ভিত্তিক এই লেখার প্রসংশা করেছি মাত্র। গবেষনা ও লেখার বিশ্লেষনমূলক মন্তব্য দেইনি।
মদন বলেছেন: এর আগে আমি পত্রিকায় দেখছিলাম সেক্স্র করলে নাকি মাথা ব্যাথা কমে। তাইলে পিচ্চি পোলাপানের মাথা ব্যাথা করলে ওরা কি করবো???
আহারে...
ওদের নিয়ে অবহেলা সবসময়েই।
অতিথি বলেছেন: সুমিপু, আপনি বিজ্ঞানী নাকি? লিখাটা কতোটা বিজ্ঞানভিত্তিক, সেইটা রাগইমন কইছে।
আর আমিতো আপনের লগে সহমত কইলাম। ক্ষ্যাপেন ক্যা?
বকলম বলেছেন: সুমি,
তুমি চোরারে যতই লাই দিবা, সে ততই তোমার মাথার উপর লবন রাইখা খিরা খাইবো।
চোরঃ
মাফ কইরো দোস্ত , ছাগল-পাগল মানুষ, কি খাইতে কি কইয়া ফেলি। (ফান করলাম তোমার লগে, আমার মাথা খাও, তবু মাইন্ড খাইও না।)
অতিথি বলেছেন: চোরার মাইন্ড খাওনের টাইম নাই, মোল্লা সলট দিয়া খিরা খাওনে ব্যস্ত
কালপুরুষ বলেছেন: বড় ধরণের রিসার্চে 5/6%
অতিথি বলেছেন: আমার অস হনীয় মাথা ব্যথা করছে ।
পথিক!!!!!!! বলেছেন: ইমনের কথা গুলো মনে ধরেছে।
ইমন তোমাকে ধন্যবাদ।
তোমার কাছে মনরোগ চিকিৎসার জন্য আসলে ফি কত।
কালপুরুষ বলেছেন: যে কোনResearch Study 5/6% Sample শুধু মাত্র সেই গবেষনার কিছু দিকে আলোকপাত করে। যা ধ্রূব সত্য বলে কিছু নয়। আর এই সামান্য Sample Size কখনও ভাল Result আসেনা। সেখানে মাত্র 68 জন মানুষ হলো 600 কোটি। 5/6% হলে Sample Survey করতে হবে মোট 30 থেকে 36 লাখ মানুষের উপর। তার পরও এই তথ্য ভিত্তিহীন হতে পারে কারণ সেটা Census নয়। Census হচ্ছে 100% Count। তাই এটা একেবারেই ভূয়া তথ্য। বিজ্ঞানভিত্তিকতো নয়ই। বরং নিতান্তই একটা অপর্যাপ্ত গবেষণার প্রতিফলণ।
আজকাল বলেছেন: কালপুরুষ, এককেবারে বইয়ের কথা কইচেন। সলিড...। থ্যাংক্স।
অতিথি বলেছেন: আপনিতো ভাই আপাদমস্তক ভন্ড একটা। আপনাকে আসলেই প্রগতিশীল বলে জানতাম। আমার মন্তব্যে কোন গালি ছিল বলেতো মনে পড়ে না। ছিল কঠোর আর 'কঠিন' ভাষায় আপনার কৃতকর্মের বিরোধিতা। এটাও মানতে পারলেন না।
তবে কি "আহ দারুণ বলেছেন ভাই। মিলিয়ন কথার এক কথা" েরকম কিছু লিখে দিলে আমার মন্তব্য টা টিকে যেতো এখানে?
প্রোফাইলে লিখে রেখেছেন প্রগতিশীল, নিভৃতচারী, এটা বদলাম বেখাপ্পা লাগে, পারলে ছবিটাও, ওটাও আপনার ব্যক্তিগত চরিত্রের সাথে যায় না। মানুষের কাছে ভালো সাজার মুখোশটা খুলেন রে ভাই এবার।
আরেকটা ছোট মুখে বড় একটা উপদেশ দেই, যে জিনিষের জন্য হরতাল মিছিল মীটিং করে পোস্ট ডিলিট দিয়ে পাবলিক সিমপ্যাথি আদায় করার সস্তা প্রয়াস দেখান, এটাও বাদ দেন। কারণ ঐ একই জিনিষ আপনি নিজেও করেণ।
হাবিবমহাজন বলেছেন: কালপুরুষ,
ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত প্রদানের জন্য।
আপনি খুব এবং খুবই মারাত্মক রকম অবাস্তব এবং ভিত্তিহীন মন্তব্য করেছেন। হ্যাঁ এটা ঠিক যে যত বেশী লোকের উপড় গবেষনা হবে ততই বেশী সঠিক সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব। কিন্তু আপনাকে মানতেই হতে বেশী লোকের উপড় গবেষনার মান হয় নিম্নমানের । কারন এখানে অর্থসংস্থান এবং সময় খুবই বেশী প্রয়োজন হয়। যার সংকুলান করা সব সময়, সব গবেষনা পরিচালনার উদ্যোক্তাদের পক্ষে বহন সম্ভব নয়। সুতরাং কোন কোন সার্ভেতে 30 থেকে 60 লাখ মানুষের উপড় বা তারও বেশী মানুষের উপড় করা সম্ভব নয়। বিশ্বের অনেক সফল গবেষনা দুই থেকে একশ জনের মধ্যে সীমাবদ্ধ রয়েছে।
একটি উদাহরণ এই ব্লগে এখন পর্যন্ত সর্বমোট রেজিষ্টার সদস্য সংখ্যা 2337জন (চোরা আইডিসহ)। কিন্তু দুই হাজার বাদ দিয়ে 337 জনের পারফরমেনস বা বাছাই করে 337 জন নিয়ে এখানে ব্লগের এরকম প্রানবন্ত পরিস্থিতি ধরে রাখা সম্ভব। বোঝাতে একটু তালগোল পাকিয়ে ফেলেছি আশা করি বোঝে নিবেন। না হলে বলবেন।
আমি কোনভাবেই এ গবেষনার ফলাফলকে 100% সত্য বলে প্রতিষ্ঠিত করতে চাচ্ছি না। বিশ্বের শীর্ষস্থানীয় জানর্াল ও মিডিয়ায় এ গবেষনাটি ফলাও করে ছাপা হয়েছে এবং আমার একজন বন্ধু ঐ গবেষনার সাথে পরোক্ষভাবে জড়িত বলে ব্লগে লেখাটি স্থান দিয়েছি।
হাবিবমহাজন বলেছেন: কালপুরুষ,
ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত প্রদানের জন্য।
আপনি খুব এবং খুবই মারাত্মক রকম অবাস্তব এবং ভিত্তিহীন মন্তব্য করেছেন। হ্যাঁ এটা ঠিক যে যত বেশী লোকের উপড় গবেষনা হবে ততই বেশী সঠিক সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব। কিন্তু আপনাকে মানতেই হতে বেশী লোকের উপড় গবেষনার মান হয় নিম্নমানের । কারন এখানে অর্থসংস্থান এবং সময় খুবই বেশী প্রয়োজন হয়। যার সংকুলান করা সব সময়, সব গবেষনা পরিচালনার উদ্যোক্তাদের পক্ষে বহন সম্ভব নয়। সুতরাং কোন কোন সার্ভেতে 30 থেকে 60 লাখ মানুষের উপড় বা তারও বেশী মানুষের উপড় করা সম্ভব নয়। বিশ্বের অনেক সফল গবেষনা দুই থেকে একশ জনের মধ্যে সীমাবদ্ধ রয়েছে।
একটি উদাহরণ এই ব্লগে এখন পর্যন্ত সর্বমোট রেজিষ্টার সদস্য সংখ্যা 2337জন (চোরা আইডিসহ)। কিন্তু দুই হাজার বাদ দিয়ে 337 জনের পারফরমেনস বা বাছাই করে 337 জন নিয়ে এখানে ব্লগের এরকম প্রানবন্ত পরিস্থিতি ধরে রাখা সম্ভব। বোঝাতে একটু তালগোল পাকিয়ে ফেলেছি আশা করি বোঝে নিবেন। না হলে বলবেন।
আমি কোনভাবেই এ গবেষনার ফলাফলকে 100% সত্য বলে প্রতিষ্ঠিত করতে চাচ্ছি না। বিশ্বের শীর্ষস্থানীয় জানর্াল ও মিডিয়ায় এ গবেষনাটি ফলাও করে ছাপা হয়েছে এবং আমার একজন বন্ধু ঐ গবেষনার সাথে পরোক্ষভাবে জড়িত বলে ব্লগে লেখাটি স্থান দিয়েছি।এবং এর সূত্র পরিষ্কারভাবে উল্লেখ করেছি।
হাবিবমহাজন বলেছেন: ধুসর,
কোন মন্তব্য মুছব না , রেখে দিব তার ক্ষমতা / ইচ্ছা সম্পূর্ণআমার উপর।
আপনাদের কাউকেতো বলিনি নেংটা ছবি না দিতে। খালি অনুরোধ করেছি মাত্র। আমার কথার দাম না দিয়ে নেংটা ছবি মন চাইলে আপলোড করূন তাতে আমার করার কিছুই নাই।
আন্দোলন করতে কি আমি মানা করেছি? আর এই চোরা আইডি দিয়ে আমার ব্লগে মন্তব্য না দেয়ার অনুরোধ করছি।
হাসান আল মাহমুদ বলেছেন: মহাজন ভাই,
লেখা ও মন্তব্য খুবই যুক্তি যুক্ত। নতুন কিছু জানলাম।
অতিথি বলেছেন:
রাগ ইমন বলেছেন: হাবিব মহাজন ভাই,
শাহানার পোস্টের কিসের সাথে এই লেখার যোগসূত্র আছে আমি কিছুই বুঝিনি। বুঝিয়ে দিলে ভাল হত।
আমার নিজের দৃষ্টি বলেই তো আপনার ভুল টা চোখে পড়ে গেল।
আমি কোথাও বলিনি যে -
1।এই গবেষনার তথ্য ভুল,
2। মান নিয়ন্ত্রিত হয়নি
3। পোস্টের টপিক অশালীন
4। গবেষনাটি তুচ্ছ।
গবেষনাটা আপনার মন গড়া না হলেও, উপরের দোষগুলোআমার উপর চাপানো টা আপনারই মনের কাজ, রাইট?
এক এক করে আসি। আমার আপত্তি গবেষনাটি নয়। আপত্তি আপনার তথ্য উপস্থাপনের তরিকাতে ঃ
তর্ক না করে, আমি বরং দেখিয়ে দেই কি ভাবে একটি কঠোর ভাবে নিয়ন্ত্রিত মান সম্পন্ন গবেষনার ফল প্রকাশ করা হয়ঃ
" ..........." ইউনিভার্সিটির গবেষক দলের [ দলের পরিচয় সূত্র অ্যানেক্সে] পরিচালিত ".............." হাসপাতাল / ক্লিনিকের মোট 68 জন মাইগ্রেন রোগীর [ ইনক্লুশন ক্রাইটেরিয়া দেখে নিন, বয়স, নারী পুরুষ, কতদিনের রোগী, অন্য কোন রোগ আছে কিনা, যৌনতা চর্চা করে কি না ইত্যাদি ] "............" স্থানে " ......." বছরে "..............." সময় ধরে পরিচালিত গবেষনায় দেখা গেছে 68 জনের মধ্যে "..........." জন সাধারন মাথা ব্যথা রোগির চেয়ে যৌন আকাঙ্খা বেশি।
এর থেকে গবেষক দল ধারনা করছেন যে, তীব্র মাইগ্রেন এর সাথে বাড়তি যৌন আকাঙ্খার একটা যোগসূত্র থাকতে পারে।
এরপরে মূল লেখায় থাকবে পক্ষে র প্রমান গুলো।
আর ভীষন ভাবে মনে করিয়ে দেওয়া থাকবে গবেষনার সীমাবদ্ধতা গুলোকে।
লেখার প্রতিবাদ ব্যক্তির উপরে টেনে আনবেন না। আমি অন্য অনেক ব্লগারের মত ব্যক্তির পিছনে লাগা মানুষ না। আপনি ভালো লিখলে অবশ্যই প্রশংসা পাবেন।
আর আপনার বা আপনার বন্ধুর সিনসিয়ারিটি নিয়ে আমার কোন সন্দেহ নাই। আবারো বলছি, গবেষনা নয় , গবেষনা সম্পর্কে যে ভাবে তথ্য উপস্থাপন করা হয়েছে , সেটাতে আমার মনে হয়েছে , অনেকেই বিভ্রান্ত হবে। বিশেষ করে কোমলমতিরাই , যারা জানে না , গবেষনা মানে অকাট্য প্রমান নয়। তার মান যতই ভাল হোক না কেন।
গবেষনা মানে একটা নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট একটা পপুলেশনের জন্য একটা নির্দিষ্ট তথ্যকে পাওয়া।
যে তথ্য টা 69 তম ব্যাক্তির জন্য মিথ্যা প্রমানিত হতে পারে খুব সহজেই।
আপনার বন্ধু বিদেশে বসে সাবধানে করেছে বলে এমন ভাবে লিখবেন না যাতে মনে হয় কারা বেশি " কামুক" , এইটা জেনে ফেলেছে বিশ্ব।
ওহ হ্যাঁ, শাহানাকে প্রচন্ড পছন্দ করি, ও যদি পোস্টটা করত, তাহলেও একই ভাবে প্রতিবাদ করতাম।
প্রতিবাদ টা বিষয় এবং নীতি নির্ভর , ব্যক্তি বা সম্পর্ক নির্ভর নয়।
বিকাল ৪:১২
রাগ ইমন বলেছেন: হাবিব মহাজন ভাই,
শাহানার পোস্টের কিসের সাথে এই লেখার যোগসূত্র আছে আমি কিছুই বুঝিনি। বুঝিয়ে দিলে ভাল হত।
আমার নিজের দৃষ্টি বলেই তো আপনার ভুল টা চোখে পড়ে গেল।
আমি কোথাও বলিনি যে -
1।এই গবেষনার তথ্য ভুল,
2। মান নিয়ন্ত্রিত হয়নি
3। পোস্টের টপিক অশালীন
4। গবেষনাটি তুচ্ছ।
গবেষনাটা আপনার মন গড়া না হলেও, উপরের দোষগুলোআমার উপর চাপানো টা আপনারই মনের কাজ, রাইট?
এক এক করে আসি। আমার আপত্তি গবেষনাটি নয়। আপত্তি আপনার তথ্য উপস্থাপনের তরিকাতে ঃ
তর্ক না করে, আমি বরং দেখিয়ে দেই কি ভাবে একটি কঠোর ভাবে নিয়ন্ত্রিত মান সম্পন্ন গবেষনার ফল প্রকাশ করা হয়ঃ
" ..........." ইউনিভার্সিটির গবেষক দলের [ দলের পরিচয় সূত্র অ্যানেক্সে] পরিচালিত ".............." হাসপাতাল / ক্লিনিকের মোট 68 জন মাইগ্রেন রোগীর [ ইনক্লুশন ক্রাইটেরিয়া দেখে নিন, বয়স, নারী পুরুষ, কতদিনের রোগী, অন্য কোন রোগ আছে কিনা, যৌনতা চর্চা করে কি না ইত্যাদি ] "............" স্থানে " ......." বছরে "..............." সময় ধরে পরিচালিত গবেষনায় দেখা গেছে 68 জনের মধ্যে "..........." জন সাধারন মাথা ব্যথা রোগির চেয়ে যৌন আকাঙ্খা বেশি।
এর থেকে গবেষক দল ধারনা করছেন যে, তীব্র মাইগ্রেন এর কারন গুলো র সাথে বাড়তি যৌন আকাঙ্খা র একটা যোগসূত্র থাকতে পারে।
এরপরে মূল লেখায় থাকবে পক্ষে র প্রমান গুলো।
আর ভীষন ভাবে মনে করিয়ে দেওয়া থাকবে গবেষনার সীমাবদ্ধতা গুলোকে।
লেখার প্রতিবাদ ব্যক্তির উপরে টেনে আনবেন না। আমি অন্য অনেক ব্লগারের মত ব্যক্তির পিছনে লাগা মানুষ না। আপনি ভালো লিখলে অবশ্যই প্রশংসা পাবেন।
আর আপনার বা আপনার বন্ধুর সিনসিয়ারিটি নিয়ে আমার কোন সন্দেহ নাই। আবারো বলছি, গবেষনা নয় , গবেষনা সম্পর্কে যে ভাবে তথ্য উপস্থাপন করা হয়েছে , সেটাতে আমার মনে হয়েছে , অনেকেই বিভ্রান্ত হবে। বিশেষ করে কোমলমতিরাই , যারা জানে না , গবেষনা মানে অকাট্য প্রমান নয়। তার মান যতই ভাল হোক না কেন।
গবেষনা মানে একটা নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট একটা পপুলেশনের জন্য একটা নির্দিষ্ট তথ্যকে পাওয়া।
যে তথ্য টা 69 তম ব্যাক্তির জন্য মিথ্যা প্রমানিত হতে পারে খুব সহজেই।
আপনার বন্ধু বিদেশে বসে সাবধানে করেছে বলে এমন ভাবে লিখবেন না যাতে মনে হয় কারা বেশি " কামুক" , এইটা জেনে ফেলেছে বিশ্ব।
ওহ হ্যাঁ, শাহানাকে প্রচন্ড পছন্দ করি, ও যদি পোস্টটা করত, তাহলেও একই ভাবে প্রতিবাদ করতাম।
প্রতিবাদ টা বিষয় এবং নীতি নির্ভর , ব্যক্তি বা সম্পর্ক নির্ভর নয়।
কালপুরুষ বলেছেন: হাবিব মহাজন,
একটু মনোযোগ দিয়ে শুনুন। আমার বাসায় আমরা দুজন স্বামী স্ত্রী আছি। এমন প্রত্যেক বাসায়ই দম্পতি আছে। একজন গবেষনার সুবাদে এসে তথ্য নিয়ে দেখলো সবারই সন্তান আছে। উনি গবেষণার ফল হিসেবে বলে দিলেন এদেশে প্রতিটি নারী পুরুষের সন্তান আছে। ব্যাপারটা কেমন হবে??
কালপুরুষ বলেছেন: হাবিব মহাজন,
তাহলেতো আপনার কথার সুর ধরেই বলতে হয় এই ব্লগ সাইটের একজন ব্লগার যদি নপুংশক হয় তাহলে সবাই তাই। আর কিছু যদি অবিবাহিত হয় তাহলে সবাই অবিবাহিত। আর একজন যদি আপনার মত গবেষক হয় তবে সবাই তাই। নাকি বলুন। আসলে আমি একটা বেকুব। কারণ এখানে সবাই বেকুব।
কালপুরুষ বলেছেন: হাবিব মহাজন,
আরেকটা কথা জেনে নিন। প্রতিটি মৌলিক গবেষণা ডিফেন্ড করতে হয় এবং ডিফেন্ড করতে যেয়ে অনেকের নাকের জল চোখের জল এক হয়ে যায়। ডারউইনের মত জ্ঞানী লোকের হাইপোথিসিস ধোপে টেকেনি। আর আপনি আপামর মানুষের বাস্তব সমস্যা নিয়ে নাক রগড়াচ্ছেন। আপনার ঐ বন্ধুর অযথা রেফাঃ না টেনে একটা ভূয়া তথ্য নিয়ে কেন বিভ্রান্তি ছড়াচ্ছেন? গরু পোবর ত্যাগ করতে গেলে লেজে গোবর লাগে কেন সেটা গরুকে আপনার মত লোক জিজ্ঞেস করবে। বুদ্ধিমান লোকেরা নয়। তবে গরু যদি জানতো তার দুধে ঘি হয় তবে সে পেটের মধ্যে ঘি বানিয়ে নিজে খেত। মানুষকে ঘৃতে মেধা বৃদ্ধির কোন সুযোগ দিত না।কিছু মানুষকে অবশ্য ঘি দিয়ে গোছল করালেও মেধা বাড়ে না।
কায়সার বলেছেন: বিজ্ঞান তার কাজ করত, করছে এবং করে যাবে।এটা একটা চলমান প্রক্রিয়া। এগুলোর মধ্য হতে কোনটি গুরুত্তপূর্ণ তা একটু সাবধানের সাথে দেখা উচিৎ নয়কি কোনটা প্রচার করা কতটুকু যুক্তিযুক্ত
হযবরল বলেছেন: এরকম শতেক গবেষণা হয়। সিগারেট কোম্পানী গুলি তাদের পয়সা দিয়া এরকম গবেষণা করায়া আউটপুট দিছে , যে সিগারেট খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়, বিভিন্ন উপকার হয়। এধরণের গবেষণা হয় কিছু মানুষের উপর সিগারেটের শারিরীক প্রতিক্রিয়া দেখে। এই বিষয়গুলিকে বলা হয় স্যাম্পল অরজারভেশন। এরমানে এই নয় যে ওরা যৌনআকাংখা এবং মাইগ্রেন এর কোন সরাসরি সমর্্পক
তৈরি করেছে। এই ধরণের অবজারভেশন মেডিক্যাল সায়েন্স মানদন্ড হিসেবে নেয় না।
আপনি এরকম একটা ইনফরমেশন পেয়ে ছেন এবং পেশ করেছেন , তাতে অসুবিধার কিছু নেই। বাট আপনি যেভাবে রাগ ইমন বা কালপুরুষকে ভুল বলেছেন ,তাতে মনে হয় গবেষণা আপনার করা। সেটা ঠিক না। কারণ উনারা যেটা বলেছেন সেটা ঠিক।
হাবিবমহাজন বলেছেন: রাগ ইমন,
আপনাকে যে কিভাবে ধন্যবাদ দিব বোঝতে পাড়ছি না। কারন আপনি যেভাবে একটি বাক্য ব্যবহার করেছেন তা আমার খুবই ভালো লেগেছে। আর সেটি হল, "[গাঢ়]প্রতিবাদটা বিষয় ও নীতি নির্ভর, ব্যক্তি বা সম্পর্ক নির্ভর না[/গাঢ়]"। এই কথাটি এখানকার অনেক নামি দামী ব্লগার বিশ্বাস না করে বা মানে না, মানতে চায় না। এজন্য তারা আমাকে ব্যক্তিগতভাবে নিকৃষ্ট পন্থায় আক্রমন করছে। জ্ঞানপাপী নামের আইডি খুলে- এরকম আক্রমন করেছে গত রাতে। জ্ঞানপাপীর আক্রমনের সাথে অনেক নামি দামী ব্লগার মন্তব্য দিয়ে তাদের নোংরা মনো বৃত্তির মুখোশ উন্মোচিত করেছে। জ্ঞানপাপী আইডির সেই পোস্টটি এখন দেখছি না। যাই হোক এটি আপনাকে বলা আমার উদ্দেশ্য না।
শাহানার পোস্ট এর সূত্র বলতে বোঝাতে চেয়েছি আপনি আপু, ভাই নয়। আমি আগে ভাই বলেই জানতাম। কিন্তু শাহানার পোস্ট দ্্বারা আমার ভুল ভাঙ্গে।
আর হ্যাঁ, শাহানাকে ভালো লাগে আপনার তা জেনেছি এবং আবারও জানলাম। ভালো লাগলো। আমি এখানে এই ব্যক্তি সম্পর্ক বজায় রেখে লেখালেখিতে তার প্রতিফলন কখনো চাই না। মানে বন্ধুকে খুশী করার জন্য সঠিক যুক্তি তর্ক, সৃজনশীলতাকে কবর দিতে চাই না। এ প্রসঙ্গে এই প্রথম বলছি (যা শাহানাও জানে না) শাহানাকে আমি ব্যক্তিগতভাবে চিনি জানি তার সামহোয়্যারে যোগদানের অনেক আগে থেকেই। সেই করোনা আইটিতে তার প্রথম চাকুরী থেকে পরে সনিক আইটি এবং বর্তমানে সামহোয়্যার পর্যন্ত। তার পরও লেখালেখির সৃজনশীলতা, নিরপেক্ষতা রক্ষাহেতু আমার এই ব্লগে তার সাথে বা কারো সাথে আমার আচরণ কঠিন বন্ধু সুলভ না।
কালপুরুষ,
আপনার মন্তব্যের ব্যাখ্যা দিতে গেলে সারাদিন লেগে যাবে। আপনি আমার শ্রদ্ধাভাজন জানি এবং মানি। তারপরও লেখার সূত্র ধরে বলতে হয় আপনার মন্তব্যে প্রচুর গরীবানা বিদ্যমান। আপনাকে বলি, এভাবে মন্তব্যের আগে আপনাকে আরও ইন্টানেট, রেফারেনস ঘাটাঘাটির প্রয়োজন ছিল। আমিতো সূত্র উল্লেখ করেছি। সেদিকে একটু সময় দিতে পারতেন। আমেরিকার ঐ গবেষকরা মূর্খ বা গন্ডমূর্খ না এটা জানার চেষ্টা করতে পারতেন। তারা গবেষনায় ব্যবহৃত ব্যক্তিগুলো আপনার ঐ বাসায় স্বামী-স্ত্রী ফমর্ূলায় নির্বাচন করেনি।
রাগ ইমন ও কালপুরুষ,
আমার এই লেখাটি বলুন কোন জাতীয় দৈনিক বা সাপ্তাহিকে দেখতে চান কোন রকম পরিবর্তন ছাড়া? নাম বলুন। আচ্ছা আমিই আপাততঃ কিছু জাতীয় দৈনিকের নাম বলিঃ
প্রথম আলো, ইত্তেফাক, যুগান্তর, জনকনঠ, আজকের কাগজ, ভোরের কাগজ, আমার দেশ, সমকাল, সংবাদ ইত্যাদি।
ছাপা হওয়ার পর শুধু সরিটুকোই বলতে হবে।
বলেছেন: মহাজন ঠিকাছে।
হাবিবমহাজন বলেছেন: নয়া বোকাইয়ের অশোভন মন্তব্য মুছে দেয়া হল।
অতিথি বলেছেন: কি লিখছিলো?
অতিথি বলেছেন: আমি মোটেও অশোভন মন্তব্য লিখিনাই।
উনি কাপুরুষের মত সত্য কথা সহ্য করতে পারেননাই।
পারবার্টেড এর চরম এ পৌছালে এমনই হয়। হাবিব ভাই এর যা হইয়াছে।
মাথাব্যাথার সময় ওনার নিম্নাঙ্গও ব্যাথা মুরু করেছিল। নেট এর ভার্চুয়ালে তথ্য খুজে বার করলেস। যৌনতার সাথে মাথাব্যথার সম্পর্ক।
আমি লিখেছিলাম........
মাতাব্যথার সাথে যৌনতার ফিলিংস মিলে যে অনূভূতি তার প্রকাশ।
অতিথি বলেছেন: ও তাইলে কলা খাওয়া কেস!
অতিথি বলেছেন: মহাজন ভাগিনা
ভাল বিষয় নিয়া লেখছ। তুমি জানো নাকি ডায়াবেটিকস হলে যৌন আখাংকা কমে যায়? সেটা নিয়ে একটু লেখ না।
আমার ইদানিং বহুমুত্র দেখা দিয়েছে। বড় চিন্তায় আছি ভাগিনা।
অতিথি বলেছেন: ভিন্ন টাইপের লেখাটি পড়লাম। ভালইতো
হাবিবমহাজন বলেছেন: ধন্যবাদ এন্ড্রু
অতিথি বলেছেন: কোন মাথা?
অতিথি বলেছেন: eine wahnsinnige Frage !!!!!
অতিথি বলেছেন: ওকে
অতিথি বলেছেন: a maniac question (আলতাভিসতা)
কিন্তু ম্যানিয়াকটা কে?
অতিথি বলেছেন: সবর্্বনাশ
অতিথি বলেছেন: Whenever I have sex my headache goes away because I get an Orgasm. But people like Habib does not so there is the headache
অতিথি বলেছেন: জটিল তথ্যতো!!!! জানতাম না!!!!!
হযবরল বলেছেন: তাবৎ দুনিয়ার সেরা গবেষণা কর্ম। কেউ এখন মাথা ব্যাথা করে বললেই, আমি লোকটারে ভাল
কইরা দেখি। এরপর গোপনে একটা হাসি দেই।
অতিথি বলেছেন: ছাগল
আজকাল বলেছেন:
আপন তারিক বলেছেন: এই পোস্টটাও জটিল
অতিথি বলেছেন: হ
মাহবুব সুমন বলেছেন: আমার মাথা ব্যাথা করছে
সাধক শঙ্কু বলেছেন: এইটা একটা ভালো পোস্ট
লাল মিয়া বলেছেন: এইরকম ভালো লেখা পড়ি না অনেকদিন।
কৌশিক বলেছেন: ফিরে আসো হাবিবমহাজন!
জেবতিক আরিফ বলেছেন: খুবই চিন্তাশীল পোস্ট।একটি নতুন ডাইমেনশন পাওয়া গেলা।
লেখক কি আর ইদানিং লেখেন না?
কৌশিক বলেছেন: লেখক মাথাব্যাথায় কাতর থাকেন বলে লেখা হয়ে উঠছেনা।
আঈজুদ্দিন চৌধুরী বলেছেন: তাইলে বউয়ের লগে লাগাইটে চাইলে হেরা কয় মাতা ব্যতা আজ রাইতে না
লাল মিয়া বলেছেন: বোলো না কাতর স্বরে
বৃথা জন্ম এ সংসারে
দারাপুত্র পরিবার..
চুল তার কবেকার...
নুসরাত বাচ্চু বলেছেন: প্প্বঙ্প্প্ব্ত্র!!!!!!!
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: জোশ কবিতা হয়েছে ।
৫ এ ৪২০।
শালার হেবো ছাগাজন নিজের পোস্ট এ নিজের অন্য নিকে কমেন্ট কইরা কমেন্ট এর বার এ তোলে ।
লজ্জ্বা-শরম নাই ।
শমশের আলম বলেছেন: ব্লগটা একজন দরাকরি লিখক হারাইছে। হাবুর লেখা পইড়া ত আোখন আমারই মাথা ব্যাথা করতাছে
অমিত বলেছেন: এই লেখাটারে কবর থেকে কে তুলল ?? বাছা হেবো, তুমি ফিরে এসো, তোমারে চাবায় খাওয়ার জন্য অনেক পত্রিকা দেওয়া হবে...
আঈজুদ্দিন চৌধুরী বলেছেন: তাইলে বউয়ের লগে লাগাইটে চাইলে হেরা কয় মাতা ব্যতা আজ রাইতে না
দ্রোহী বলেছেন: হাবুটা বড় ভালো লোক ছিল। টেলিটকের সাথে পোন্দাপুন্দি করতে গিয়া শেষ হয়ে গেল!!!!
জ্যামিতি বলেছেন: পড়িলাম এবং মন্তব্য পড়িতে গিয়া ধৈর্য হারাইয়্যা বুঝিলাম ইহা আমার জন্য নহে ! আমি বিজ্ঞানশাস্ত্রে বরাবরই...........
বিপিন চন্দ্র পাল বলেছেন: সর্বনাশ!
মনিটর বলেছেন: খুবই চিন্তাশীল পোস্ট।একটি নতুন ডাইমেনশন পাওয়া গেলা।
লেখক কি আর ইদানিং লেখেন না?
ব্লগটা একজন দরাকরি লিখক হারাইছে।
হাসিব বলেছেন: উনি এখন আরাফাতুল ইসলাম নামে ব্লগাচ্ছেন ।
অমনিবাস বলেছেন: সাদিক ভাইয়ের মন্তব্যের জন্য ৫
হোসেইন বলেছেন: সাদিক ভাই কিডা?হাবিব মহাজন নি?@অমনিবাস।
অমনিবাস বলেছেন: মন্তব্যের জন্য ৫
শমসের আলম বলেছেন: পুরস্কার প্রাপ্ত পোস্ট, ১০০০ ডলার = ৭০,
হযবরল বলেছেন: একটা পোস্ট আছিলো এইটা ।
শমসের আলম বলেছেন: হাবিব মোহাযোন ক্লাছিক, ৫ দিলাম আবার
সূফি বলেছেন: গযব পড়বে!
গযব।
হাসিব বলেছেন: কি সব দিনকাল ছিলো ...
নাজিরুল হক বলেছেন: লেখাটার বিষয় কি ছিল তা ভুইলা গেলাম মন্তব্য গুলো পইড়া।
নুশরাত শারমিন সুমি দুইজনের নাম বললো, তাদের কারো মন্তব্য এখানে হারিকেন দিয়াও খুইজা পাইলাম না।
এবার প্রসংগে আসি। সেদিন ভারতের ইন্ডিয়া টিভিতে সরাসরি প্রশ্নোত্তর এর পর্ব চলছিল। সেখানে একজনের জবাবে ডাক্তার বলেছিল, সেক্সের সাথে মাথা ব্যাথার কোন সম্পর্ক নাই।
হোসেইন-দ্য এ টিম বলেছেন: আগে কি সুন্দর দিন কাটাইতাম
হাসিব বলেছেন: আরেক গাধায় ইন্ডিয়ান টিভির রেফারেন্স লাগাইতে আইছে । হরিদাস পাল কুনহানকার ।
অবাক বলেছেন: আরেক গাধায় ইন্ডিয়ান টিভির রেফারেন্স লাগাইতে আইছে । হরিদাস পাল কুনহানকার ।
কাষ্ঠু বলেছেন: হাবিব মোহাযোন ক্লাছিক, ৫ দিলাম আবার
অশ্রু বলেছেন: কথা সত্যি কিনা বুঝতে পারছি না। কারণ আমার একজনের কথা ভঅবলেই মাথাব্যথা করে।
অচেনা বাঙালি বলেছেন: কার কথা অশ্রু ?
সারওয়ারচৌধুরী বলেছেন: কয়েক বছর আগে একটা ইংরেজি বিজ্ঞান সাময়িকীতে পড়েছিলাম সেক্স করার সময় মানুষের মাথায় নাকি মাথাব্যাথার উপশম করে এমন পদার্থ তৈরী হয়। হতেও তো পারে। কারণ মানুষের শরীরের অনেক প্রত্যঙ্গ মাল্টিপারপাসে ব্যবহৃত হয়।
মুখের ভেতরে লালা জমে কতগুলো কারণে একটু ভাবুন।
হাসিব বলেছেন: নতুন থিওরী
মনিটর বলেছেন: সারওয়ারচৌধুরী বলেছেন :
কয়েক বছর আগে একটা ইংরেজি বিজ্ঞান সাময়িকীতে পড়েছিলাম সেক্স করার সময় মানুষের মাথায় নাকি মাথাব্যাথার উপশম করে এমন পদার্থ তৈরী হয়। হতেও তো পারে। কারণ মানুষের শরীরের অনেক প্রত্যঙ্গ মাল্টিপারপাসে ব্যবহৃত হয়।
মুখের ভেতরে লালা জমে কতগুলো কারণে একটু ভাবুন।
______
মুখের ভেতরে লালা জমে কতগুলো কারণে ----- এই ব্যাপারে সারওয়ারচৌধরী ভাইয়ের আলাদা পোস্ট ও আলোচনার জোর দাবি জানাচ্ছি।
অচেনা বাঙালি বলেছেন: নয়া মহাজন!
হাসিব বলেছেন: লালা জমার সাথে যৌনাকাঙ্খা ও মাথাব্যথার সম্পর্কগুলোও থাকা উচিত সারওয়ার ভাইয়ের পোস্টে ।
মনসুর হিল্লাজ বলেছেন: হাস্যকর
মুক্তপাখী বলেছেন: রাগ ইমনের সাথে একমত....
সারওয়ারচৌধুরী বলেছেন: মাথাব্যাথার কারণ আসলে অনেকগুলো।
মানুষের চোখের পানি এবং মুখের লালা কয়েক কারণে বের হয়।
মুখের লালাঃ
তেতুল বা আচার দেখলে শুনলে পড়লে।
ক্ষুধার্ত মানুষ অন্যকে খেতে দেখলে।
যৌনতৃষ্ঞার্ত অবস্থায় অর্থাৎ সেক্স এ্যাকশন চলাকালে।
চোখের পানিঃ
দুঃখে ব্যাথায়
সুখে আনন্দে
এলার্জিক রিএ্যাকশন হলে
আঘাত লাগলে
ইত্যাদি।
ঢালী! বলেছেন: আহা! লুক আছিলো একটা... হাবিব গ্রেটম্যান!
হাসিব বলেছেন: এক হাবিব ব্লগান্তরে, লক্ষ হাবিব ব্লগে ব্লগে
জোনাকি বলেছেন: খালি মসতিস্ক শইতানের আড্ডাখানা!!
অশ্রু বলেছেন: আচ্ছা পেরাসিটামল খেলে কি তাহলে সেক্স নষ্ট হয়ে যাবে?
হাসিব বলেছেন: অশ্রু ভালো প্রশ্ন করছে এক্টা । সারওয়ার ভাইয়ের জবাবের অপেক্ষায় আছি ।
অশ্রু বলেছেন: না না হাসিব সাহেব, এটা আসলেই চিন্তার কথা। আমার প্রায়ই একজনকে ভাবলে মাথাব্যথা হয়। কিন্তু এখন ভয় পাচ্ছি যদি প
মনিটর বলেছেন: অশ্রু বলেছেন :
আচ্ছা পেরাসিটামল খেলে কি তাহলে সেক্স নষ্ট হয়ে যাবে?
মনিটর বলেছেন: আগে কী সুন্দর দিন কাটাইতাম।
আরণ্যক যাযাবর বলেছেন: এই গবেষণা কর্ম আবিষ্কারের পর মাথা ব্যথা করলেও আমি লজ্জ্বায় কাউরে কৈতে পারি নাহ..
ধারাভাষ্য বলেছেন: আপনার কি কিছু হয়েছে?
মনিটর বলেছেন: মহাজন ফিরিয়া আইস।
অিভক শাওন বলেছেন: @সারওয়ারচৌধুরী "যৌনতৃষ্ঞার্ত অবস্থায় অর্থাৎ সেক্স এ্যাকশন চলাকালে।"---েতামার এক্সেপরিমেন্ট ো এক্সপেরিয়েন্স গুলা একটু শুনাো না।
রাশেদ বলেছেন: হা হা! এত শুনছি এই পোস্টের কথা। এইবার পড়লাম।
হাসিব বলেছেন: হাবিব মহাজন ফিরিয়া আইস
রাশেদ বলেছেন: আগে দেখি ভালো মজা হইত। আরাফাত মিয়ার একটা পুস্ট দেখলাম কুন মাইয়ারে মিসকল দিত সেইটা নিয়া। আহারে এখন এইসব পোস্ট আসে না কেন?
হাসিব বলেছেন: হেবো তুই ফিরে আয়
লাল মিয়া বলেছেন: হেবো ফিরে আয়
আরণ্যক যাযাবর বলেছেন: মনিটর বলেছেন :
মহাজন ফিরিয়া আইস।
`হাসান বলেছেন: আগে কি সুন্দর দিন কাটাইতাম
নয়ন বলেছেন: আহা বড়ই মাথাব্যাথা
বেচারা... আফসোস
বউ থাকলে বউয়ের কাছে যান মাথাব্যাথার ট্যাবেলট দিবো গরম দুধ সহকারে গিলা ফালান।
ইনশাআল্লাহ ভাল থাকবেন কিছুদিন আশা করা যায়। (ফাজলামি করলাম মাইন্ড খাইয়েন না আবার)
হাসিব বলেছেন: অশ্রু বলেছেন :
আচ্ছা পেরাসিটামল খেলে কি তাহলে সেক্স নষ্ট হয়ে যাবে?
মেন্টাল বলেছেন: আগে কি সুন্দর দিন কাটাইতাম
দ্বিধা বলেছেন: হাসিব বলেছেন :
অশ্রু বলেছেন :
আচ্ছা পেরাসিটামল খেলে কি তাহলে সেক্স নষ্ট হয়ে যাবে?
গন্ডার' বলেছেন: হেবো আর অশ্রু দুজনেই ফিরিয়া আসো
নীতিশ বৈরাগী বলেছেন: শিরোনাম দেইখা ক্লিক করলাম। ফাটাফাটি পোস্ট। কমেন্টগুলা আগুন।
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:০৬