আসুন, কিছু খুন করি, ধর্ষণ করি।
রক্ত চাই, টিভি চ্যানেলের টিআরপি বাড়ে।
বাড়ে পত্রিকার কাটতি!
বোমা হামলা চাই, ভায়োলেন্স চাই!
সুরার টেবিলে অতিরিক্ত ঊত্তেজনা,
আহ! রক্ত, লাশ, টুকরো টুকরো চাঁদ!
কাটতি আর টিআরপি!
১২১ দিন মেঘের চোখে জল,
দুঃস্বপ্ন, সন্ত্রস্ত জীবন !
টকশো থেকে পত্রিকার কলাম,
কাটতি আর টিআরপি!
আসুন বন্ধুগণ,
আমাদের কোন কাজ নেই।
মনের আনন্দে খুন করি, ধর্ষণ করি!
এদিকে, আমার শহরের মেঘ আর পাখিদের বুকে ব্যথা বাড়ে!
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৩ দুপুর ২:৩৪