শেখ হাসিনা এখন যেখানে আছে, উনার পেছনে ফেরার পথ নেই, সব সেতু ভেংগে গেছে; এখান থেকে পেছেনে ফেরার কথা ভাবাই ভুল হবে। জাতির ভয়ানক ক্ষতি হয়ে গেছে; জাতির ভয়ানক ভয়ানক ক্ষতি হলেও, জাতি তা কোনদিনও বুঝবে না; এ জাতি কাউয়ার মতো: একটা তারে আঁটকে গেলে বাকীরা কিছুক্ষণ কা কা করবে, পরে ভুলে যাবে। জাতির কত বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে, তা অনেক অর্থনীতিবিদও সহজে অনুমান করতে পারবে না; কিন্তু জাতি বুঝতেছে যে, তারা অশান্তিতে আছে, এর ফল ভালো হবে না; তাই, মাঝখানে পালাবার উপায় নেই, জাতিকে আবার কমপক্ষে ২০০৮ সালের পজিশনে নিয়ে যেতে হবে।
শেখ হাসিনা উনার বাবার শেষ দিনগুলোর কথা ভাবলে উনি হঠাৎ করে হতাশ হয়ে যেতে পারেন; শেখ সাহেবের শেষদিন গুলোতে কেহই উনার পাশে ছিল না: যেগুলো ছিল ওগুলো ছিল অথর্ব। আজকে হাসিনার পাশে যারা আছে, ওরা প্রায় সবাই চোর কিংবা অথর্ব; উনার ছেলেটারও মগজ নেই।
উনি বেশ ভুল করতে করতে সামনে যাচ্ছেন; এক জায়গায় উনাকে থামতে হবে; কিন্তু সেটা যেন খালেদা বেগমের সাথে সমঝোতা করে না হয়, সেটা হতে হবে খালেদা বেগমকে রাজনীতি থেকে বের করে দিয়ে। ৫ই জানুয়ারীর ভোট শেষ করতে হবে, সরকার গঠন করতে হবে; তবে, সরকারে উনি না থাকলে ভালো হবে, অনেকের রাগ কমে আসবে। খালেদাকে বাদ দিয়ে যদি বিএনপি আসে, তখন আবার সর্বদলীয় সরকার গঠন করে দেশ চালাতে হবে; শুধু এভাবেই দেশকে স্বাভাবিক করা সম্ভব হবে।
এ মহুর্তে ক্লান্ত হয়ে থামার কোন উপায় নেই, এ মহুর্তে সংলাপ করলেও সমঝোতায় যাওয়ার পথ নেই; খালেদা বেগম না সরলে বিএনপি'কে সরকারে আনার কোন উপায় নেই: পুরোদেশ এখন সন্ত্রাসীতে ভরে গেছে: এরা খালেদা বেগমের সৃস্টি: এদের সমাপ্তি টানার আগে ক্লান্ত হওয়ার বা ভয় পাওয়ার অবকাশ নেই।
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




