'সর্বদলীয় সরকার' পুর্ণাংগ সরকার নয়, এটা নির্বাচনকালীন সরকার; সর্বোপরি, সরকারের যে অবস্হা সবকিছু সঠিভাবে চালানো সম্ভব নয়: বিশেষ করে অবরোধ, হরতাল ও এরশাদের এরশাদীয় ভাঁড়ামীর কারণে। তারানকোর উপস্হিতি, অবরোধের চাপ, সরকারের মাঝে থাকা জামাত-বিএনপি'র লোকদের চাল, সবকিছু মিলে সরকারের অবস্হা ভালো নয়।
তবে, এগুলোর অবসান হবে; যুদ্ধাপরাধীদের শাস্তি কার্যকর হবে: শাস্তি কার্যকর করার জন্য অধীর হওয়ার প্রয়োজন নেই।
১৯৭১ সালে সাড়ে ৭ কোটীর মাঝে ৬ কোটীর মত মানুষ স্বাধীনতা চেয়েছিলেন, তার জন্য মুল্য দিয়েছিলেন; সেই ৬ কোটীর মাঝে ৩ কোটী যদি বেঁচে থাকেন, এ বিচারগুলো তাঁদের জন্য অবশ্যই বিশেষ ঘটনা; তাঁরা এ বিচারগুলোর শাস্তি দেখতে চান; কিন্তু অনেক কিছু বদলে গেছে গত ৪২ বছরে।
মুক্তিযোদ্ধারা ক্ষমতায় নেই, ক্ষমতায় ছিল না; তাঁদের হাতে জাতি থাকলে জাতি নিরপত্তায় ও সুখে শান্তিতে থাকতে পারতো; কিন্তু তা ঘটেনি; তাই এখন যা আছে, তা নিয়ে ধৈয্য ধরে থাকটে হবে, অধীর হলে চলবে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



