ইসলামের প্রথম চার খলিফার মাঝে শহীদ হয়েছিলেন ৩জন, ওমর- ওসমান-আলী। কিন্তু এদের কারোই গায়েবানা জানাজা হয়নি ! অথচ কাদের মোল্লার সন্মান ও মর্যাদা কত বেশী ! এত এত গায়েবানা জানাজা ইসলামের ইতিহাসে কোন সাহাবীর হয়নি, কোন মুহাদ্দিস, ফক্কিহ ইমাম আবু হানিফা, শাফেয়ী, আহমাদ ইবনে হাম্বল কারো !
সাহাবাদের কারোই গায়েবানা জানাজা হয়নি!
রসুলের ইন্তেকাল হয় মদীনায়, অথচ মক্কায় কোন গায়েবানা জানাজা হয়নি, অথচ মৌদুদীর গায়েবানা জানাজা নাকি মক্কাতে হয়েছে ! সুবহানাল্লাহ !
সম্ভবত এত সুউচ্চ মর্যাদার কারণেই আমাদের জামাতি ভাইয়া নবীদের সমালোচনা সহ্য করলেও নেতাদের সমালোচনা সহ্য করেন না ।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




