৮৮ সালের নির্বাচনের আগে যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন তুংগে, তখন বংগবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন " যে/যারা স্বৈরাচারের অধীনে নির্বাচনে যাবে, তারা জাতীয় বেইমান হবে " ।
যাই হোক জননেত্রী কিন্তু সে নির্বাচনে অংশ নিয়েছিলেন, ( হয়ত কোন বৃহত্তর স্বার্থে , যা আমার মত বাল - ছাল পাবলিকের বুঝার কথা না ) ।
একই ঘটনা আমরা আবার দেখলাম, তবে এবার চাচা নির্বাচনে যাচ্ছেন। সরকারে গেলেন জননেত্রীর সাথে. শফি হুজুরের কাছে তিনি বলেছেন এছাড়া তার আর কোন উপায় নেই, দেশের গণতন্ত্রের স্বার্থে, ( প্রাক্তণ স্বৈরাচারী সরকার প্রধানকে ) এ কাজ করতেই হচ্ছে । ( এগুলো উচ্চ মানের রাজনীতি,বাংলাদেশের অশিক্ষিত আবাল পাবলিক এগুলো বুঝবে না )
অন্যদিকে স্বৈরাচারের অভিযোগে চৌদ্দ শিকায় আটকে রেখেছিল এরশাদকে খালেদা, তার মুক্তিই তো এসেছে জননেত্রীরই কল্যাণে , তিনি কি তা ভুলিতে পারেন ?
তাই ২৫ বছর পর ৮৮র নির্বাচনের বদলা দেবার সময় যখন এসেছে, বেইমানী করেন নি এরশাদ । পুরানো সে দিনের কঠা সে কি ভোলা যায় ?
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




