===***Conjugal Life===***দাম্পত্য জীবন***==
সহবাসের সময় দু’আ পড়া জরুরীঃ
সহবাসের সময় দু’আ পড়া জরুরী। কারন দু’আ বিহীন কোন মিলনে সন্তান জন্ম নিলে তার মধ্যে শয়তানের মন্দ প্রতিক্রিয়া থাকবে। আর যদি দু’আর মাধ্যমে মিলন ঘটে এবং সে মিলনে কোন সন্তান জন্ম নেয় তা’হলে শয়তানের কোন মন্দ প্রতিক্রিয়া সন্তানের মধ্যে থাকবে না।
ইবনু আব্বাস (রাঃ) বলেন, রাসুল (সাঃ) বলেছেন, “যখন তোমাদের কোন ব্যক্তি স্ত্রীর নিকট যাবে তখন বলবে, আমি আল্লাহর নামে আরম্ভ করছি। হে আল্লাহ! আমাদেরকে শয়তান থেকে রক্ষা কর, আর আমাদেরকে যে সন্তান দান করবে তাকে শয়তান থেকে রক্ষা কর। নবী (সাঃ) বলেন, আল্লাহ তায়ালা যদি তাদের মাঝে কোন সন্তান দেবার সিদ্ধান্ত দেন তাহলে শয়তান তাকে কখনো কোন ক্ষতি করতে পারবে না।” (বুখারী,মুসলিম, মিশতাক হা/২৫১৬)
সুত্রঃ আদর্শ পরিবার
আবদুর রাযযাক বিন ইউসুফ