۞۞۞ মুসলিম নারীর নিকট পর্দা ۞۞۞
۞ পর্দাঃ-- প্রেম ও চরিত্রের পবিত্রতা, অনাবিলতা ও নিস্কলন্কতা।
۞ পর্দাঃ-- নারীর নারীত্ব, সতীর সতীত্ব, সম্ভ্রম ও মর্যাদা।
۞ পর্দাঃ-- লজ্জাশীলতা, অন্তর্মাধুর্য ও সদাচারিতা।
۞ পর্দাঃ-- মানবরূপী শয়তানের দৃষ্টি থেকে রক্ষকবচ।
۞ পর্দাঃ-- ইজ্জত হেফাজত করে, অবৈধ প্রণয়, ধর্ষণ, অশ্নীলতা ও ব্যবিচার দুর করে।
۞ পর্দাঃ-- নারীর মান ও মুল্য রক্ষা করে।
۞ পর্দাঃ-- নারীকে কাফের ও ক্রীতদাস বাছাই করে সম্ভ্রান্ত নারীরূপে চিহ্নিত করে।
۞ পর্দাঃ-- আল্লাহর গজব ও জাহান্নামের আগুন থেকে পর্দা নারীকে রক্ষা করে।
নারীদের প্রধান শত্রু তার সৌন্দর্য ও যৌবন। আর পর্দা তার আলকেল্লা।
সুত্রঃ
কোরআন ও সহিহ হাদীদের আলোকে
আদর্শ বিবাহ ও দাম্পত্য
পৃষ্টা-১১