এমনই এক সন্ধ্যায় -
আরেকটা সূর্য্যাস্ত - আরেকটা বিদায় - আরেকটা দিনের অবসান।
এমনই করে,
এক সময় থেমে যাবে সব কোলাহল,
ফুরাবে সব - পুরোনো বা নব যত -
অস্ত পাটে জীবনের সূর্য্যটা!
আরেকটা ভোরের হবে না দেখা -
আজকের মতো হবে না বলা - বিদায় সূর্য্য,
আজকের মতো হবে না বলা - আবার হবে দেখা!
এমনই এক সন্ধ্যায় - এমনই এক সন্ধ্যায়
মিলিয়ে যাবে সব সুর, অসীমের সীমে
মিলিয়ে যাবে সব, নির্লিপ্ত নয়ন মুদিয়ে।
এক ঢল প্রহরে, এমনই এক সন্ধ্যায়, হায়!
ছবি- নেট থেকে..