তুমি পড়ে নিও
পাঠিয়ে দিলাম কবিতা তোমাকে......
তুমি পড়ে নিও।
অবেলায় যদি আসে ঘুম,
ঘুমকে আড়ি দিয়ে -
তুমি পড়ে নিও।
বোশেখের এলোমলো হাওয়া
যদি ঝড় তোলে তোমার গোছানো ড্রয়িংরুমে,
এলোমেলোটুকু গুছিয়ে নিয়ে -
তুমি পড়ে নিও।
আষাঢ়ের ঘন মেঘে যদি,
আঁধারে ঢাকে চারপাশ,
বৃস্টিতে ভেজার আগেই,
তুমি পড়ে নিও।
শ্রাবনের অঝোরে ঝরার সময়
যদি জানালায় দাঁড়িয়ে,
হয়ে পরো আনমনা,
তবে জানালা ভেজিয়ে, আধো আলোয়,
তুমি পড়ে নিও।
বর্ষা শেষে,
ঝকঝকে নীলাকাশ আর শুভ্র ভাসা মেঘ,
দেখতে যদি দাঁড়াও তুমি, একটু অনির্মেষ।
তবে আগল থেকে একটু সরে,
তুমি পড়ে নিও।
এরি মাঝে, হেমন্ত যদি এলো অগোচরে
ধানে ভরা মাঠের সু-ঘ্রান নিও,
তোমার মতোই করে।
ফুল ফসলের আগাম ডাকের আগেই -
তুমি পড়ি নিও।
ভরা শীতের কুয়াশা ভেঙ্গে
হিম করা জল ছুঁয়ে দিয়ে,
রোজবেলাকার স্নানের আগেই -
তুমি পড়ে নিও।
বসন্তেরই পাগলা সমীরনে
মন যদি হু হু,
কোকিল ডাকা ক্ষনে,
দুচোখ জুড়ে ক্লান্তি আসার আগেই -
তুমি পড়ে নিও।
পাঠিয়ে দিলাম কবিতা তোমাকে........
তুমি পড়ে নিও।