সুপ্রভাত ষোল নদী - ও আমার
সুপ্রভাত ষোল নদী - ও আমার
সুপ্রভাত নদীর ধারের ঝাউবন।
সুপ্রভাত জোড় শালিক - বাদামী ঠোঁটের
সুপ্রভাত জোড় বক - শ্বেত শুভ্র বক।
সুপ্রভাত নদী জল - নদী নোনা জল,
সুপ্রভাত সুগন্ধী - নদী পাড়, সোঁদা গন্ধ মাটি।
সুপ্রভাত জোড় বুনো হাঁসেরা - সোনালী পিতল আর পিতলী,
সুপ্রভাত নিক্বন ঐ নূপুরের - ঝুমুর ঝামুর
সুপ্রভাত বেগুনী ফুল - লম্বা ডগার - একটু ভুল,
সুপ্রভাত অফোটা বেলি - কুড়িয়ে আনা একটি কুঁড়ি।
সুপ্রভাত এক গোলাপের - অপ্রস্ফুটিত পাঁপড়ি - আমার বুকের কলি
আমার ষোল নদী,
আমার বুকে যে বহো
নিত্য নিরবধি।
*****মোবাইলে লিখে ওখান থেকে প্রকাশিত এই কথাগুচ্ছের কোন "এডিট" অপশন খুঁজে পাইনি মোবাইল ভার্সনে।
তাই প্রয়োজনীয় এডিট শেষে পুন:প্রকাশিত। ******
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২৬