সুখ - তুমি কী?
একটা রাতও মাঝে মাঝে আসে
অনেক পসরা নিয়ে,
বেছে নেয়ার থাকে অনেক কিছুই।
বেছে নেই সুখ - কিছু গোঙানি সুখ,
নির্বাচিত করে দিই তাদের - শরীরী ইঙ্গিতে।
ক্ষত-বিক্ষত হৃদয়ের জন্য
এক খাবলা মলম তুলে নেই,
প্রলেপনে সুখ বেছে নেই - রাশি রাশি।
স্বার্থপর হয়ে পড়ি, ভীষন স্বার্থপর, স্বার্থপর হয়ে যেতে হ্য় -
জেনে যে গেছি - স্বার্থপরতায় নিহিত সুখ !