দায়বদ্ধতার দায়ে ......
দারুন ফাগুন যাইছে বহিয়া
নিত্য ফোটে কত ফুল।
বসন্তের কিবা যায় আসে বলো,
হইছে কে, কবে, কখন আকূল।।
অবশেষে দিনশেষে হিসাবের মিলাইতে খাতা,
চেয়ে বুঝি, জীবনটা, মিছে ষোল আনা।
সবই যদি দিই দায় তোমারও বাটে
জেনো,কিছু দায় তার, আমারও বটে।
দায়বদ্ধতার দায়ে ......
হজরত মুসা (আঃ) অত্যধিক বলশালী একজন মানুষ ছিলেন। ওনার শরীরের শক্তি সম্পর্কে কোরআনে উল্লেখ আছে। সুরা আল কাসাসের ২৮ নং আয়াতে আছে;
নারীদ্বয়ের একজন বলল, হে আমার পিতা! আপনি... ...বাকিটুকু পড়ুন
উদাহরণ ১:
"ভাই, নামাজ পড়বেন না ? চলেন।"
"আরেহ, মনের নামাজই বড় নামাজ, ধর্মে কোন জোরাজুরি নাই।"
উদাহরণ ২:
"আপু, বাইরে যাচ্ছো, কিন্তু তমার ড্রেস তো সতর ঢাকা না গুনাহ হবে... ...বাকিটুকু পড়ুন
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ম্যাজিস্ট্রেট পরীক্ষা দেওয়ার সময় তার ভাইভা নিয়েছিলেন একজন ইংরেজ সাহেব ৷ তার কাছে তাকে বাংলা পরীক্ষাও দিতে হয়েছিলো ৷
.
ইংরেজ সাহেব প্রশ্ন করলেন, " Well, বাবু you তো ভালো... ...বাকিটুকু পড়ুন