লুণ্ঠিত হতে চাই, আমি
লুণ্ঠিত হবো বারেবার - গতকাল হয়েছি, আজ হবো, আগামিকালও।
এই অন্যায্য দেশে, এই অন্যায়ের শহরে,
এই অযোগ্য সমাজে, এই বিশ্বাসহীন নগরে -
এই মমতাহীন বন্ধনে -
আমি লুণ্ঠিত হতে চাই ।।
এসো সব লুটে নাও, সব - যা কিছু আছে সব ।
সঞ্চিত সব বিশ্বাস, মমতা, স্বপ্ন, ছোঁয়া, সীমাহীন ভালবাসা,
উত্তপ্ত ঠোঁটের সঙ্গোপন আনাগোনা, ভারী হয়ে উঠা নিঃশ্বাস, কিছু দীর্ঘশ্বাসও।
এসো তুমি - এই আমি
লুণ্ঠিত হই - লুণ্ঠন করি,
পরস্পরেরে - অশান্ত এ নগরে।
হয়ে গেলাম না হয় কুখ্যাত কোন ডাকু -
ক্ষতি কি ?
হারানোর যা - সেতো কবেই হারিয়েছি,
পাওয়ার যা - সেওতো হারিয়েছি কবেই
সব হারানোর ভয়কে উপেক্ষা করেই ।।
১৭/১/২০১৬ ১০:২৮
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৯