বন্দর নগরী চট্টগ্রাম বাংলাদেশের অন্যান্য শহরের তুলনায় বেশ কিছু দিক থেকে আলাদা, একাধারে বন্দর, বাণিজ্যিক রাজধানী, পাহাড়, সমুদ্র একমাত্র এই শহরেই পাওয়া সম্ভব।
চট্টগ্রামে আসার জন্য আপনি সড়কপথ, আকাশপথ (যেসব জেলায় বিমানবন্দর আছে সেখান থেকে), রেলপথ (যেখান থেকে আসবেন তার সাথে রেল সংযোগ থাকা সাপেক্ষে), নৌপথ (সন্দীপ, হাতিয়া, কুতুবদিয়া থেকে লঞ্চ সার্ভিস আছে) ব্যবহার করতে পারেন।
চট্টগ্রাম রেলস্টেশন এর অবস্থান শহরের ঠিক মূলবিন্দু বলে পরিচিত “নিউমার্কেট” এর পাশে। বিমানবন্দর এর অবস্থান শহর থেকে দূরে পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্ন এলাকায়। চট্টগ্রামের দক্ষিণ অংশ (বান্দরবান, কক্সবাজার, কাপ্তাই) এর বাসস্টপ এর অবস্থান বহদ্দারহাট সংলগ্ন বাস টার্মিনালে। পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি এর জন্য বাসস্টপ অক্সিজেন-এর মোড়ে এবং ঢাকা সহ বাংলাদেশের অন্যান্য জেলার বাস সার্ভিসগুলো নগরের প্রবেশমুখ এ.কে.খান-এ অবস্থিত। আপনি যদি শীতাতপ নিয়ন্ত্রিত বাস সার্ভিসে ভ্রমণ করেন তাহলে সবগুলো বাস সার্ভিস আপনি একসাথে পাবেন শহরের গরীবউল্লাহ শাহ-এর মাজারের আশে পাশে (জিইসি মোড় সংলগ্ন)।
চট্টগ্রামে থাকার জন্য আবাসিক হোটেলগুলো মূলত নগরের বাণিজ্যক এলাকা বলে পরিচিত আগ্রাবাদ, রেলস্টেশনের সামনা সামনি, নগরের জিইসি এর মোড় সংলগ্ন এলাকায়, বহদ্দারহাট মোড়ের আশে পাশে অবস্থিত। বিলাসবহুল হোটেল (প্রতিরাত থাকার খরচ ৪০০০-২৫,০০০/-) এর মধ্যে আপনি হোটেল আগ্রাবাদ, হোটেল পেনিনসুলা (জিইসি মোড়), হোটেল ওয়েলপার্ক (জিইসি মোড়), দ্য গ্র্যান্ড পার্ক (জিইসি মোড়), দ্য এভিনিউ (লালখান বাজার), লর্ডস ইন (সিডিএ এভিনিউ)। মাঝারি মানের হোটেল পাবেন রেলস্টেশনের সামনা সামনি। এসব হোটেলে থাকার খরচ ৮০০ থেকে শুরু করে ২৫০০ টাকা পর্যন্ত হতে পারে। এর থেকে কম খরচের কিছু থাকার ব্যবস্থাও আছে ওই এলাকাতে। তবে যাই করুন না কেন, হোটেল এর সামনের দালালদের থেকে দূরে থাকবেন।
এখন আসুন খাবারের জন্য ভালো রেস্তোরা কোথায় কোথায় আছে সেটা জানা যাক। চট্টগ্রামে বেশ কিছু ফাস্টফুড চেইনশপের নিজস্ব আউটলেট আছে, যেমন- পিজাহাট (জিইসি মোড়), কেএফসি (লালখান বাজার), ওয়েলফুড (জিইসি মোড়), এমএফসি (গোল পাহাড়ের মোড়, হালি শহর) ইত্যাদি। আপনার অবস্থান যদি আগ্রাবাদের আশে পাশে হয় তাহলে খাবার জন্য আপনি যেতে পারেন হোটেল আগ্রাবাদ, এমব্রোশিয়া, হোটেল সেন্টমার্টিন, কড়াই সহ আরো বেশ কিছু চাইনিজ/ইন্ডিয়ান খাবার পাওয়া যায় সেরকম রেস্তোরাতে। জিইসি মোড় এর আশে পাশে আপনি হাণ্ডি, বাসমতী, হোটেল জামান, ব্লু বেরী, মেরিডিয়ান রেস্টুরেন্ট, হোটেল লর্ডস ইন সহ আরো বেশ কিছু জায়গাতে ইন্ডিয়ান, চাইনিজ, দেশী খাবার, বিরিয়ানী সহ ব্যুফে পাবেন। এছাড়াও এখানে সেন্ট্রাল প্লাজা মার্কেটের আশে পাশে বেশ কিছু ছোট খাটো বিরিয়ানী ও ফাস্টফুডের দোকান পাবেন।
মুল লেখা পাবেন, জলেডাঙ্গা ব্লগে
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৪ রাত ৮:১৪