কিন্তু সিলেটে যে আরো দুর্দান্ত কিছু স্পট আছে তা না দেখলে বুঝা যায়না।
তেমনি একটি জায়গা লালাখাল,,,,,
যেতে হয় জাফলং রোডেই...........কিন্তু জাফলং যাওয়ার আধা ঘন্টা আগেই ব্রেক দিতে হয়............ঐ স্হানের নাম সারিঘাট।
তারপর ইন্জিন নৌকা ভাড়া করতে হয়।লালাখাল থেকে ঘুরে আসতে আপনাকে বেশী হলে ২০০ টাকায় রফা করতে হতে পারে।আমরা ২০০৮ সালে গিয়েছিলাম ১৮০ টাকায়।এখন আরো বাড়ার কথা।
সারি নদীর উপর দিয়ে চলতে শুরু করার পর..........প্রতিটি বাঁকে বাঁকে আপনি অসাধারন কিছু দৃশ্য দেখবেন................
পৌছতে ঘন্টা খানেক লাগবে .........আসতেও তাই।হিসাব করে যেতে হয় যাতে রাত না হয়ে যায়..............তবে রাতে নৌকা ভ্রমন টাও আরেক মজা।
আপনাকে দম বন্ব করেই থাকতে হবে,,,,,,,,,,,,,গ্যরান্টি...........
তবে লালাখাল আপনি কম করে হলেও ঘন্টা খানেক টাইম দিতেই হবে...........না হলে সব মাটি।
আমন্ত্রন রইল সবার প্রতি...............
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১১ সকাল ৭:৩৫