কোরিয়ার এক ডিজাইনার, নামঃ Seungji Mun, বিলাই পালকদের কতা চিন্তা কইরা একটা সোফার ডিজাইন করছে। এই সোফা হইবো বিলাইদের গিয়া প্লে-গ্রাইন্ড বা বাংলার যারে কয় "খেলার মাঠ"।



সোভায় একটা টানেলের মত রাহা অইছে। যার ভিতর দিয়া বিলাই তার পালকের লগে ছুপাং ছুপাং বা টুক পলানতিছ খেলবার পারবো। আর ডিজাইনার কইছে এই রহম টানেলের মইদ্যেই বিলাই ঘুমাইতে ভালবাসে। তাই এই টানেলের কনছেপ্ট রাহা অইছে।
বিলাই পাগলাগো লিগা কইয়া রাহি, এই সোফা ২০১৩ এর প্রথমদিকে বাজারে পাওয়া যাইব। ডিজাইনার মনে করবার লাগছে এই সোফা বিলাই এর লগে তার পালকের সখ্যতা আরো বাড়াইয়া দিবো।




সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:২৭