আসুন চিঠি সংস্কৃতিকে জিইয়ে রাখি
রাজা-বাদশাহর আমলে শাহী এলান হতো, যা একজন মারফত নিয়ে যেত অন্য এক বাদশাহ বা রাজার কাছে।
সে সময় কিংবা তারও কিছু পূর্বে মানুষ খরগোশ বা কবুতর কিংবা এক প্রজাতির পাখিকে পোষ মানিয়ে চিঠি আদান প্রদানের কাজে ব্যাবহার করত।
এর প্রায় অনেক পরে ডাক ব্যবস্থার প্রচলন শুরু হয়।
যারা ডাক বয়ে নিত তাকে ডাক হরকরা বলে ডাকত মানুষ।
চিঠি পোস্ট করার জন্য আগে বাংলাদেশের প্রায় সব জায়গাতেই ডাক বাক্স রয়েছে, যা এখন অনেকটাই বিলুপ্তির পথে।
কিন্তু যখন থেকে মোবাইল ও টেলিফোনের আনাগোণা বেড়ে গেল তখন আস্তে আস্তে মানুষ এর দিকে আকৃষ্ট হতে লাগল।
এরপর বাংলাদেশে ইন্টারনেট এর অবিস্মরণীয়
ইতিহাস..............
এখন একজন মফস্বল এলাকার মানুষও তার প্রবাসী আত্মীয়ের সাথে ইয়াহু মেসেঞ্জার বা ইন্টারনেটের বিভিন্ন মাধ্যম দিয়ে কথা বলতে পারছে।
কিন্তু তারপরও কোথায় যেন একটা গলদ থেকে যায়।
আমার মনে হয় মোবাইল আসার পর মিথ্যার হারটা চরম জায়গায় পৌছেছে।
অবশ্য মোবাইল মানুষকে মিথ্যা বলতে উদ্বদ্ধ করেনি।
মানুষের মিথ্যা বলার উর্বর প্রবণতাটা মোবাইল পেয়ে আরো উর্বর হয়েছে।
কিন্তু যখন চিঠির প্রচলন ছিল, তখন একজন মানুষের একটি চিঠির অেফক্ষায় থাকত পরিবারের মানুষ।
যখন তার চিঠি আসত তখন একজন পড়ত আর বাকি সবাই শুনত।
কিন্তু এখন মোবাইল এসে মানুষের পার্সোনাল বিষয় এতোটাই বেড়েছে যে ......................তা আর বললে শেষ হবে না।
১৯৭১ সালে স্বামী হারিয়েছেন এমন অনেক নারী
এখনো তার স্বামী লিখে যাওয়া চিঠিকে আঁকড়ে ধরে বেঁচে আছেন।
প্রতিনিয়তই এই চিঠির তিনি গন্ধ শুকে যান। যার মধ্যে তার স্বামীর ছাপ পাওয়া যায়। যেটা কাছে থাকলে মনে হয় তার স্বামী তার খুব কাছেই আছেন। আসলে রোমান্টিকতা নামে একটি বিষয় যদি থেকে তাকে তাহলে সেটা চিঠির মাধ্যমে আরো বেশী ফুটে উঠে।
পরিশেষে বলব, আসুন চিঠির মত একটি শুদ্ধ ও পবিত্র সংস্কৃতিকে জিইয়ে রাখি।
চিঠি লেখি, প্রিযজনকে চিঠির মাধ্যমে মনের ভাব প্রকাশ করি।


শামির রোজা রাখা না রাখা নিয়ে ভারতীয় মৌলভীদের মধ্যে কেন বিতর্ক চলছে ?
মোহাম্মদ শামি একজন ভারতীয় ক্রিকেটার। বর্তমানে চ্যাম্পিয়নস ট্রফি নামে একটি ক্রিকেট টুর্নামেন্ট চলছে আটটি দেশের অংশগ্রহণে। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভারত-অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিলো। মোহাম্মদ শামি একজন বোলার হিসাবে সে খেলায়... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার পতনে জাতিসংঘের ভূমিকা ছিলো ?
জুলাই অভ্যুত্থানের পিছনে ক্রীড়ানক হিসাবে অনেক দেশি ও বিদেশি শক্তির হাত ছিলো বলে শোনা যাচ্ছে। এ প্রসঙ্গে বলে রাখা ভালো শেখ হাসিনার প্রতি জনসমর্থন ২০১৪ সালের পরেই কমতে থাকে। ২০২৪... ...বাকিটুকু পড়ুন
হজরত মুসা (আঃ) থাপ্পড় মেরে আজরাইলের (আঃ) এক চোখ কানা করে দিয়েছিলেন
হজরত মুসা (আঃ) অত্যধিক বলশালী একজন মানুষ ছিলেন। ওনার শরীরের শক্তি সম্পর্কে কোরআনে উল্লেখ আছে। সুরা আল কাসাসের ২৮ নং আয়াতে আছে;
নারীদ্বয়ের একজন বলল, হে আমার পিতা! আপনি... ...বাকিটুকু পড়ুন
লিবারেলদের কন্ট্রোভার্সিয়াল অস্ত্র- বাক্বারাহ ২:২৫৬
উদাহরণ ১:
"ভাই, নামাজ পড়বেন না ? চলেন।"
"আরেহ, মনের নামাজই বড় নামাজ, ধর্মে কোন জোরাজুরি নাই।"
উদাহরণ ২:
"আপু, বাইরে যাচ্ছো, কিন্তু তমার ড্রেস তো সতর ঢাকা না গুনাহ হবে... ...বাকিটুকু পড়ুন
আমাদের দেশের অবস্থা হলো এই
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ম্যাজিস্ট্রেট পরীক্ষা দেওয়ার সময় তার ভাইভা নিয়েছিলেন একজন ইংরেজ সাহেব ৷ তার কাছে তাকে বাংলা পরীক্ষাও দিতে হয়েছিলো ৷
.
ইংরেজ সাহেব প্রশ্ন করলেন, " Well, বাবু you তো ভালো... ...বাকিটুকু পড়ুন