গতকাল শুক্রবার। অফিস ছুটি ছিল। বহুদিনের ইচ্ছা গাজীপুরের ন্যাশনাল পার্কে ঘুরতে যাব। কিন্তু সময় করে উঠতে পাচ্ছিলাম না। গতকাল শত কাজের মাঝেও সময় বের করে নিয়ে ঘুরে এলাম। গাজীপুর চৌরাস্তা পার হবার পর সেই চমৎকার রাস্তা। নেই কোন যানজট। গাড়ী দ্রুত গতিতে চলল ন্যাশনাল পার্কের দিকে।
পুরো রাস্তাটাই এমন। পিচঢালা। অবশেষে পৌছলাম ন্যাশনাল পার্কের তিন নম্বর গেটে। ওটাই মূল ফটক। পার্কে প্রবেশ ফি ১৩ টাকা মাত্র।পিকনিক এর জন্য বেশ ভাল একটা জায়গা। পরিবার নিয়ে যেতে পারেন কাটিয়ে আসতে পারেন নিরিবিলি একটা সময়। ঢাকা থেকে মাত্র ৪৫ কি.মি। গাজীপুর পর্যন্ত যেতে একটু ঝক্কি ঝামেলা পোহাতে হবে কিন্তু চৌরাস্তা পার হলে আর কোন ঝামেলা নাই।
মূল ফটকের ছবি। ভেতর থেকে নেওয়া। পাশে মসজিদ আছে। মসজিদ টা ছোটখাট গোছের সেই পরিপাটি। চমৎকার লাগল। মসজিদের কলের পানি পান করলাম। সুমিষ্ট পানি। আর পরিবেশ এত শান্ত এবং কোলাহল মুক্ত আর মনে হল বিশুদ্ধ অক্সিজেন এর জন্য চমৎকার একটা জায়গা। শহরের কোলাহল মুক্ত বিশুদ্ধ বাতাস পেতে সময় করে ফ্যামিলি নিয়ে বেড়ানোর জন্য সুন্দর জায়গা।
মসজিদের সাইন বোর্ড দেখলাম। সৌদি সরকারের অর্থায়নে তৈরি সেটা। পরিপাটি মসজিদ। দেখে ভাল লেগেছে।
এরপর ভিতরের দিকে প্রবেশ করলাম। সেই সবুজ পারিবেশ। চমৎকার রাস্তা। একটু সামনে এগুতেই দেখলাম একটা মাঠ। কি সবুজ ঘাস। চমৎকার পরিবেশ। পাশে লেক আছে।
মানে সবুজের সাথে মোলাকাত করতেই গিয়েছিলাম মূলত। আর সেই আশাটা আমার শতভাগ পুরন হলো। সবুজে আবগাহন করতে সবুজের সাথে মেলামেশা এবং মেলবন্ধন এর জন্য প্রিয় জায়গা। যাদের সময় কম ঘুরতে মানে একদিন ছুটি থাকে যাদের তারা সপ্তাহের একদিন খুব চমৎকার ভাবে কাটাতে পারেন। এমন জায়গাতে।
পার্কের ভেতরের লেক অনেক সুন্দর। স্বচ্ছ পানি। চারপাশে শালবন। সেই সুন্দর একটি পরিবেশ।
এরকম ছোট ছোট ঘর রয়েছে। চা স্টল।