পাঠ্যবইয়ে পর্ণোগ্রাফি>>(অ বশ্যই পড়ুন)
আমার অষ্টম শ্রেণী পড়ুয়া স্টুডেন্ট আমাকে একটা প্রশ্ন করলো। প্রশ্নটা শুনে আমার কান গরম হয়ে উঠলো। বুকটা মোচড় দিয়ে উঠলো। রাগে, ক্ষোভে কান্না আসলো। প্রশ্নটা হচ্ছে, "ভাইয়া, ব্লুফিল্ম কি?" বললাম, তুমি
এই শব্দটা কোথায় পেলে?
ও তার পাঠ্যবই দেখালো।
সমাজ বইয়ের নাম পরিবর্তন করে এখন নাম দেওয়া হয়েছে, "বাংলাদেশ ও বিশ্বপরিচয়" এই বইয়ের ৮৬ নং পৃষ্ঠায় লেখা আছে,
"শিশুদের ব্লুফিল্ম দেখা থেকে বিরত রাখতে হবে।"
কোন বেকুবেরা এই বই লেখছে? পাঠ্যবই কি পর্ণম্যাগাজিন? ব্লুফিল্মের কথা আলোচনা করে, উল্টো এসবের সাথে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে কোমলমতি শিশুদের। অস্টম শ্রেণীর বইয়ে এটা ডিসকাস করার দরকার কি?
"ব্লুফিল্মের প্রকাশনা বন্ধ করতে হবে।" এই কথাটা থেকে শিশুদের জন্য শেখার কিছু আছে কি?
যারা এই পাঠ্যবই রচনা করছেন, এসব মাথামোটারা কি এগুলো চিন্তা করেন নাই? নাকি তারা পরিকল্পিতভাবে দেশের ছেলেমেয়েদের চরিত্র ধ্বংস করতে চান?
একবার চিন্তা করুন তো আপনার পিচ্চি ছোট বোন/ভাইটা যদি আপনাকে প্রশ্ন করে,
"ব্লুফিল্ম কি?"
আপনি কি জবাব দিবেন?
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৮