HTML-এর কাজ পারলেও জাভাস্ক্রিপ্ট এর কাজ পারি না। তবে কোড সম্পর্কে মৌলিক ধারনা থাকায় একটু আধটু বুঝতে পারি।
নিচের কোডটি জাভাস্ক্রিপ্টে লেখা হয়েছে। খুব মজার কোড। এক জায়গায় পেলাম, তাই ভাবলাম শেয়ার করি। নিচের কোডটি আপনার ব্রাউজারের এড্রেসবার এ লিখে এন্টার চাপুন, তারপর দেখুন মজা। তবে যে পেইজে করবেন, সে পেইজে অবশ্যই কোন ছবি থাকতে হবে। আপনি চাইলে এই পেইজেই পরীক্ষা করে দেখতে পারেন।
javascript:R=0; x1=.1; y1=.05; x2=.25; y2=.24; x3=1.6; y3=.24; x4=300; y4=200; x5=300; y5=200; DI=document.images; DIL=DI.length; function A(){for(i=0; i-DIL; i++){DIS=DI[ i ].style; DIS.position='absolute'; DIS.left=(Math.sin(R*x1+i*x2+x3)*x4+x5)+"px"; DIS.top=(Math.cos(R*y1+i*y2+y3)*y4+y5)+"px"}R++}setInterval('A()',5); void(0);
মজাই মজা