মধ্য প্রাচ্যের কিছু শাসকদের নিয়ে অনেকগুলো ছবি তৈরি করা হয়েছে। তার মধ্যে এই দুটো ছবি অনেক বিখ্যাত। একটি লিবিয়ার শাসক গাদ্দাফিকে নিয়ে এবং অন্যটা সাদ্দাম হোসেনের ছেলে উদায় হোসেনকে নিয়ে। উভয় ছবির মধ্যে কিছু কিছু জিনিস মিল করেছে। Dictator ছবিটি হাস্যরসাত্মক হলেও Devil Double এতটা রম্য না। তবে উভয় ছবিতে বাস্তব কিছু বিষয় ফুতে উঠেছে।
The Dictator :
কমিডি ধর্মী ছবিটি আফ্রিকা মহাদেশের একটা দেশ ওয়াদিয়া ( লিবিয়াকে রূপকভাবে ) এর একনায়ক আলাদিন ( রুপকভাবে গাদ্দাফি) কে ঘিরে নির্মিত। ছবিতে দেখানো হয় আলাদিন একজন অত্যাচারী জানা, শিশুসুলভ আচরণের মাঝেও তার মধ্যে এক নির্মম ব্যক্তিত্ব রয়েছে। সে পাশ্চাত্য সভ্যতার ঘোর বিরোধী, উভয়কামি এবং গনতন্ত্রবিরোধী। গোপনে তিনি পারমাণবিক বোমা তৈরি করছেন ইসরাইলের বিরুদ্ধে। আল-কায়েদাকেও তিনি সাহায্য করছেন। ছবির এক পর্যায়ে তিনি যুক্তরাষ্ট্রে যান। সেখানে অপেক্ষা করছিল তার জন্য এক জন্য রাখা এক ফাদ। বাকিটা ছবি দেখলে বুঝবেন। ছবিটি বক্স অফিসে ১৭৭ মিলিয়ন ডলার আয় করে। ছবিটি মুক্তি পায় ১৬ মে ২০১২ সালে। ছবিটি বাচ্চাদের সামনে দেখবেন না , পুরাই ১৮+ ছবি।
ছবিটি তাজিকিস্থান, তুরকিমিনিস্তান, উজবিকিস্তান, কাজাকাস্তান, বেলারুস, আজারবাইজানে নিসিদ্ধ করা হয় (উইকি)
The Devil's Double
ছবিটি ইরাকের সাবেক শাসক সাদ্দাম হোসেনের বড় ছেলে উদায়
হোসেনদের চরিত্রকে কেন্দ্র করে করা হয়েছে। ছবিতে কেন্দ্রিয় চরিত্র মুলত লাতিফ যে উদায় হোসেনের মত দেখতে। তাকে ব্যবহার করা হয় উদায়ের বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজের জন্য। ব্যক্তি হিসেবে লাতিফ সাহসি, বিবেগবান কিন্তু তিনি সম্পূর্ণ নিরুপায়। অন্য দিকে সাদ্দাম হোসেনের ছেলে মাদকাসক্ত, অত্যন্ত কামুক, বর্বর। ছবির এক পর্যায়ে সাদ্দাম হোসেনের চরিত্রকেও ফুটিয়ে তুলা হয়। ছবিটিতে অনেক রক্তারক্তি ও অকথ্য ভাষা ব্যবহার করা হয়েছে, আছে কিছু ১৮+ ক্যাপশন। তাই চেষ্টা করবেন শিশুদের সামনে না দেখার।
১০৮ মিনিটের ছবি প্রাথমিকভাবে মুক্তি পায় ২২ জানুয়ারী ২০১১ তে। ছবিটি নির্মাণ করেছে বেলজিয়াম ও নেদারল্যান্ড। ছবিটি জর্ডান ও মাল্টায় শুট করা হয়। ২৯ জুলাই ২০১১ তারিখে এটি যুক্তরাষ্ট্রে মুক্তি পায়।
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৩ রাত ১:১৫