ক্যামেরা এবং লেন্স সবসময়ই শুকনো আবদ্ধ জায়গায় রাখা উচিত যাতে জলীয় বাস্প এর কোন ক্ষতি করতে না পারে। এর জন্য ডেসিকেটিং বক্স ব্যবহার করা যায়। এর সর্বনিম্ন দাম হলো ১৫০০ টাকা। এ ছাড়া ক্যামেরা যেখানে রাখবেন সেখানে সিলিকা জেল দিয়ে রাখলে সেটা জলীয় বাস্প শুষে নিবে।
বাজারে বেশ কয়েক রকমের সিলিকা জেল পাওয়া যায়।
১. সাদা সিলিকা জেল - দাম ২৫০ টাকা কেজি (খোলা)
২. নীল সিলিকা জেল - দাম ৩০০ টাকা কেজি (খোলা)
৩. কালার লেস সিলিকা জেল - দাম ৩৫০ টাকা কেজি (৫০০ গ্রাম পাউচ)
আরেকটা আছে যেটা পাউন্ড হিসেবে বিক্রি হয় এবং ১ পাউন্ডের প্যাকে। এটার দাম ৪০০ টাকা পাউন্ড। নীল সিলিকা জেল জলীয় বাস্প শুষে নিতে নিতে একসময় ডিসকালার হয়ে যায়। তখন তাওয়ার উপর কিছুক্ষণ ভেজে নিলে পানিটা উড়ে যায় এবং কালারটা ফিরে আসে। এটা তখন আবার ব্যবহার করা যায়। অন্য গুলোর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, তবে সেগুলোর রং এর পরিবর্তন তেমন একটা হয় না।

---------------------------------------------------------------------------
আমি গতকাল ইত্তেফাকের উল্টোদিকে এক সাইন্টিফিক ষ্টোর থেকে সিলিকা জেল কিনেছি। কেউ প্রয়োজন মনে করলে সেখান থেকে কিনতে পারেন।
পিমকো ইন্সষ্ট্রুমেন্টস
সাইন্স কমপ্লেক্স বিল্ডিং
৩৪, শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা রোড)
ঢাকা ১২০৩
ফোন ৭১২০২৯০
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:২৮