
মাঝে মাঝে আশা জাগে, ইমপোর্টেড হই

সামু ব্লগে লিখে কতো গিয়ানী গুণী জন;
অপর অবাস্তবে তাই হইবে ছাঁপন

প্রথমেই এবারের থীমখানি শোনো

কাগজের আকাল, তাই শব্দেতে গুণো।

লেখা হবে ভারী ভারী রসকষ ছাড়া

ভুলেও দিয়ো না কেউ, সাপ লেজে পাড়া

ব্লগে খালি লুল লুল, চিৎকার হাক

বই এ হবেনা ঠাঁই (যতো) করো রাখ ঢাঁক!
যে লেখায় যতো বেশী, হাই টাই উঠে

কাব্য মূল্য নাকি, ধাঁই ধাঁই ছোটে!

তেলে টসটস লেখা, বড় মজাদার

কমিটিতে নাম জেনো

এইবারে থীম তাই, ভাই বেরাদর

ভাইয়াটা, আপুটা আর আদর আদর

ঝোপ বুঝে তাই সবে কোপগুলি দিও

জয়তু সামু ব্লগ, যুগ যুগ জিও

(কানে কানে শুনি যেন)
কি বল্লে? তুমি এক মস্তো লেখক?!
(জবাবেও ফিসফিস)
সের দরে ছারা বইয়ে থাকেনা পাঠক
