জোছনা, চাঁদনি আলো হাওয়ায়
উড়ে আসে মন, ভেসে যাওয়া কথোপকথন
ম্যাপলের ফাকে চাঁদ, জাগে সারারাত
আদরে জোছনা বলো যাকে;
হে স্বৈরাণী হাওয়ার কানাকানি
কখনও বাতাসের রং মেখেছো কি!
বিষন্ন পেলবতার আড়ালের হুতাশন
শুধুই কি মেঘ জড়ো করে ভাবো!
তেলাপোকা কোরা, সার্ডিনের গন্ধভরা আগুন
বেদনার চারপাশে অযুত তামাশা
তোমার নয়, আমার নয়
কান্নার বারিধারায় বিহ্বল চোখ
কারিগর রাতপেঁচার মিলিত সুখে
এ জংধরা মন নিভানো আলোই শুধু খোঁজে
ভুলে যাওয়া সে সুখের ছলকানি দেখা
যেখানে আদিমপ্রীতি ক্ষোভ হয় শুধু
সহজ মরন পায় আবারও জীবন
যে জীবনে আরোধ্য সব প্রেমিক পাবে পূরোহিতমন!
বার্নিশ রাতের পাখি আকাশেই উড়ে
সস্তা কাঁচেরজারে গোল্ডফিশ ঘুমায় অবলীলায়
তোমার হৃদয় কি তার কাছে গচ্ছিত আজ!
বাতাসের রং আনো, জোছনার চাঁদ আনো
আধারের মিশকালো ভুলে যাওয়া সুখ আনো
আমায় ফিরিয়ে দাও জলদ তপন
আমার শরীরে আজ সঘণ স্বজন
বুকে ঘুমায়, কাঁধে মুখ, গন্ধে ব্যাকুল
আমি আজ আঁধারে, জোছনার বিহারে
কল্পসুখের কৃত্রিম বাজারে
এভাবেই দুখে থাকা, নিরব বামনরাত
সুখ-সুখ তোমার দারুন উষ্ণতায়
ঘষামাজার বুনোঝোপে রুইয়ে দেবে
বাসনার অনল
তখন ভুলকোপে সত্যিসাপের ছোবলে
বিনিময় বুঝবে বাতাস, জোছনা আর সদ্যমৃত
অপরুপ কামনারা তোমার!!
অলগেট, লন্ডন।
২২.১০.২০১৩