1. [Horror] Autopsy (2008) :
লং ড্রাইভে বের হয় কয়েকজন বন্ধু-বান্ধব। মাঝপথে একটা ছোটখাট এক্সিডেন্ট হয়। 911 এ কল করলে একটা এম্বুলেন্স আসে তাদের সাহায্য করার জন্য। এম্বুলেন্সটা তাদের হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ওই হাসপাতালটা বাতিল করা হয়েছিল। এই হাসপাতালে মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রি হয়।
2. [Horror] Child's Play : Triology (1988-1991)
ভয়ঙ্কর এক খুনির আত্মা ঢুকে যায় এক পুতুলের শরীরে। সে তার উপর অবিচার করা প্রত্যেকের উপর প্রতিশোধ নেয়। কিন্তু তার সেই পুতুল শরীর থেকে বের হতে হবে, কারণ বেশিদিন থাকলে সে ওই শরীরেই স্থায়ী হয়ে যাবে। এখন সে শুধু তার শরীরেই আত্মা বিনিময় করতে পারবে যার কাছে সে তার গোপন কথা প্রথম খুলে বলেছিল। আর সে হল ওই পুতুল্টার মালিক Andy Barclay.
3. [Horror] Bride Of Chucky (1998):
এইটা Child's Play এর চতুর্থ সিকুয়েল। এইখানে Chucky (Possessed Doll) এর বউ কে দেখানো হয়। দুইজন মিলে মানব শরীরের ফিরে আসার চেষ্টা করে। দুইজন শুরু করে মানুষ মারার মজার খেলা।
* সামান্য লুল আছে, ১৭- দের না দেখাই ভালো।
4. [Horror] Seed Of Chucky (2004):
যে কারণে বলেছিলাম ৪র্থ মুভিটায় লুল আছে, তার ফল দেখানো হয় এই লাস্ট মুভিটায়। প্রতিটা মুভিতে Chucky মারা যায়, কিন্তু কোন না কোন ভাবে বেচে ফিরে আসে। কিন্তু এইটাতে শেষ পর্যন্ত চাকির বউ মানব্দেহে ফিরে আসে, চাকি মারা যায়। চাকির ছেলে শেষ পর্যন্ত মানুষে রূপান্তরিত হয়। কিন্তু চাকি মরে না। নতুন পুতুল শরীর পেলেই সে ফিরে আসবে।
**ভালই লুল আছে। ১৮+ রা দেখলে ভালো হয়।
আর লিখতে ভাল্লাগতাছে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




