একে একে জমেছে ব্লেড, মরিচা ধরেছে তাতে
রেজর ও কভার, টুথব্রাশ হেথা ভোঁতা হয়ে পড়ে আছে।
বহুদিন হলো ধুইনাকো মেঝে, দেয়াল, প্যান ও বেসিন
দিনে-দিনে জমা হয়েছে গাদ, ডলিনাতো বহুদিন।
প্যানের, মেঝের ব্রাশ মনে নেই কোথা্য় যে বা আছে,
চতুর্কোণায় কেবল দেখি কালো ঝুল জমে আছে।
সাবানদানিটায় গেঁথেছে সাবান মনে নেই কেনা কবে
স্তূপ হয়ে আছে শ্যাম্পুর শ্যাসে, সরায়ে কিবা হবে?
সামনে ঝুলছে কাঁচের আয়না হয়ে আছে কিছু নষ্ট
নিজের এত সুন্দর চেহারা দেখে মনে হয় বড় কষ্ট।
কলের মাথা ভাংগা তাতে টিপটিপ পানি পড়ে
ছিটকিনিটার মাথা অকেজো কেবল বের হয়ে পরে।
মনে যত গান বের হয় রোজ করে নাতো কেউ মানা,
পরিস্কার হই, গোসল সারি, এ আমার গোসলখানা।