আমি খবরের তীব্রতা দেখে ভেতরে ভেতরে চমকে উঠি। নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে কলম ধরার সাহস পাহাড়ের খুব অল্প সাংবাদিকেরই আছে। তাই বান্দরবান প্রেসক্লাবের সাংবাদিকরা যাখন রাংলাইকে জানিয়ে দেন, এই সংবাদটি তাদের পক্ষে করা সম্ভব নয়; এ কথা শুনে আমি একটুও অবাক হই না।
সুয়ালক ও টংকাবতির পাহাড়ে আমার আগেই ঘোরা হয়েছে। জুম চাষ ও বনায়নের ওপর নিউজ করার জন্য কিছুদিন আগে রাংলাই এর গাইড নিয়ে ঘুরেছি, অতি গহিন এলাকাগুলো (দ্র. পাহাড়ে বিপন্ন জনপদ--শেষ পর্ব)। সেখানে উচ্ছেদের খবর শুনে আমি বিচলিত হই। আমার সামনে ভেসে ওঠে ছবির চেয়েও সুন্দর পাহাড়ি গ্রামগুলো। সবুজ পাহাড়ের ওপর উঁচু উঁচু বাঁশের মাচাঙ ঘর, জুম ধানের গোলা, উঠোন জুড়ে ম্রো শিশুদের কি এক অজানা খেলায় মেতে ওঠা -- এসব কিছুরই আর অস্তিত্ব নেই! আমি বিচলিত হই, আমি বিচলিত হই।...
তো ওই উচ্ছেদ ঘটনার ওপর সে সময় আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বক্তব্যসহ আমি একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করি। প্রতিবেদনটিতে জেলা প্রশাসককে দেওয়া স্মারকলিপিটি জুড়ে দেওয়া হয়।
পাহাড়ের অভিজ্ঞতা থেকে আমি জানি, এই সংবাদটি এক সময় কাল হবে রাংলাইয়ের জন্য। আমি সে কথা তাকে বলি। রাংলাই মুচকি হেসে বলেন, “বিপ্লব বাবু, আপনি তো অনেক বছর ধরে আমায় চেনেন। আমার কি কখনো মৃত্যূ-- ভয় ছিলো? এখনো কি আছে?”
এর এক সপ্তাহ পরে বান্দরবানের ওই প্রেসক্লাবের সামনেই পাহাড়িরা সেনা বাহিনীর ওই উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেন। আর এর প্রধান উদ্যোক্তা ছিলেন রাংলাই ম্রো।
ইলেভেন ওয়ানের পর পট পরিবর্তন হয়। যৌথ বাহিনী পাহাড়ে যে সব অভিযান চালায়, তার প্রথমটিতেই ধরা হয় রাংলাইকে। তাঁকে গ্রেপ্তারের কারণও অজানা; তার বিরুদ্ধে কোনো সুস্পষ্ট অভিযোগও নেই। আমার পাহাড়ি বন্ধুরা সে সময়ই আমাকে জানান, যৌথ বাহিনী রাংলাইয়ের ওপর অমানুষিক নির্যাতন চালিয়ে তার হাত -- পা ভেঙে দিয়েছে। আমি মনে মনে নিজেকে শান্তনা দেই, যাক অল্পের ওপর দিয়ে গেছে। রাংলাই অন্তত নিশ্চিত 'ক্রসের' কবল থেকে এ যাত্রা বেঁচে গেলেন! #
রাংলাই আটক হওয়ার আন্তর্জাতিক খবরটি পড়ুন এখানে
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০০৭ রাত ১১:৫৩