
প্রিয় ব্লগার ও মডারেটর বন্ধুগণ,
আগামী ১৪ ফেব্রুয়ারি ২০০৯ বিকেল ৪.৩০ টায় একুশে বইমেলায় ১০ তরুণের প্রেমের গল্প বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে আপনারা সবাই আমন্ত্রিত। মিষ্টিভোজ ও শুভকামনায় সবাই অংশগ্রহণ করবেন এই আমাদের প্রত্যাশা।
মোড়ক উন্মোচন-এর পরপরই বইটি পাওয়া যাবে_
১. মুক্তদেশ প্রকাশন (স্টল নম্বর ১৯৫)
এবং
২. প্রতিভা প্রকাশ (স্টল নম্বর ৪১৩)
পাঠক লেখক সবাই বইটি কিনুন আর নাই কিনুন একটু হাতে নিয়ে দেখবেন প্লিজ!
বইটির সার সংক্ষেপ_
নাম : ১০ তরুণের প্রেমের গল্প
ধরণ : গল্পগ্রন্থ (১০ জন লেখকের মোট ২৬টি গল্প)
লেখক : সময়ের ১০ জন তরুণ লেখক
বইয়ের পৃষ্ঠা সংখ্যা : ১৬০ (১৭৬ হওয়ার কথা ছিলো)
প্রকাশক : পালকি প্রকাশন
পরিবেশক : মুক্তদেশ প্রকাশন (১৯৫ নম্বর স্টল) ও প্রতিভা প্রকাশ (৪১৩ নম্বর স্টল)
প্রচ্ছদ : রকিবুল হক রকি
আইএসবিএন : ৯৮৪-৩০০-০০৩৩২৪-৮
মূল্য : ২০০ টাকা
প্রিয় বন্ধুগণ, আপনাদের বইটি দেখার পর আপনাদের মতামত আশা করছি। এবং অবশ্যই অবশ্যই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আসবেন।
বি: দ্র: যেসব ব্লগারগণ লেখা পাঠিয়ে আমাকে উৎসাহিত করেছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা সুন্দর মন্তব্য লিখে আমাকে সামনে এগিয়ে যাবার প্রেরণা দিয়েছেন তারা আমার পরম বন্ধু। ধন্যবাদ।
ভালো থাকুন। সবার জীবন প্রেমময় হোক।