একটা ছোট্ট খবর!
জাতীয় পতাকাসহ দর্জি আটক
চমকে ওঠার মতো নয়?
জাতীয় পতাকা বানানো কি কোন অবৈধ কাজ?
এটা কি সংবিধান বিরোধী?
এটা কি সাংবিধঅনিক নাগরিক অধিকারের প্রতি, পতাকার প্রতি, দেশের প্রতি সরাসরি আঘাত নয়!
অথচ এই কাজটিই অবলীলায় করলো কথিত মুক্তিযুদ্ধের চেতনার দাবীদার দল!!! দলের প্রশাসন!!!!
বিরোধীতা করতে করতে জাতীয় পতাকা বানানোরও বিরোধীতা!!?? জাতীয় পতাকা কি তাদের দলীয় সম্পত্তি???
খবর-
ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির মার্চ ফর ডেমোক্রেসির জন্য জাতীয় পতাকা বানানোর সময় গতকাল অলোক সেন নামের এক দর্জিকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানান, বোয়ালমারীর বানা বাজারের দর্জি অলোক সেন বিএনপির নেতাদের কাছ থেকে জাতীয় পতাকা বানানোর অর্ডার পান। খবর পেয়ে সন্ধ্যায় বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন দোকানে হানা দিয়ে সেখান থেকে ২৬টি জাতীয় পতাকা এবং পতাকার কাপড়সহ অলোককে গ্রেফতার করেন। এদিকে, জাতীয় পতাকাসহ দর্জিকে আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর।
সূত্র: http://www.bd-pratidin.com/2013/12/27/34358
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



