বাংলাদেশের বর্তমান অবস্থার জন্য মিডিয়া যে বহুলাংশে দায়ী তাতে আর সন্দেহ নেই।
তারা কি কেবলই একদলীয় পারসাস সার্ভ করছে না?
তাদের দৃষ্টিতে কি দেশ এবং জনতার ভিউজটা বড়?
হলে এত বড় বড় খবর এই দেশৈর কোন মিডিয়া কাভার করছে না কেন?
"ভারতের অভিজ্ঞতাহীন কোম্পানি পেল ঢাকার মেট্রোরেলের কাজ!
বাংলাদেশের জনগণকে অভিহিত না করেই ঢাকার মেট্রোরেল স্থাপনে ভারতের সাথে গোপনে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ সরকার।
কাজ পাইয়ে দেয়া হয়েছে দিল্লী মেট্রো রেল কর্পোরেশন নামক আন্তর্জাতিক অভিজ্ঞতাহীন একটি প্রতিষ্ঠানকে।"
Click This Link
কেউ বলতে কি পারবেন এসব চুক্তি করার আগে সরকার একবারের জন্য হলেও সংসদে উন্মুক্ত আলোচনা করেছে, না।
সব কিছুই করেছে পর্দার অন্তরালে...
দেশ এবং দেশৈর স্বার্থবিরোধী চুক্তি সম্পাদিত হয়ে যাচ্ছে- বিদেশী পত্রিকায় ছাপাও হয়ে যাচ্ছে- আমাদের কথিত গাল ভরা ডেস্কগুলো কি রেফােরন্স দিয়েও ছাপতে পারছে না????
শূধূ কি এটা- এরকম আরও কত কত চুক্তি অন্তরালে হয়ে যাচ্ছে! কে রাখছে সে খবর?
মিডিয়াকে থার্ড আই বলে কেন?
তারা জনতার স্বার্থে, জনতার পক্ষে তাদের হয়ে খুজে বের করবে আনবে এমন খবর-যা দেশ, জনতা এবং সার্বিক ভাবে সকলের জণ্য ক্ষতিকর। তা জানিয়ে দেবে সকলকে।
অথচ তারা নীরব!!!!!!!!!!!!! তবে দায়বোধ কার প্রতি ? দেশের, জনতার না দলীয়/ব্যক্তি স্বার্থের???
৯৬-০১ সময়ের পত্রিকা গুলো হাতে নিন! শিরোনাম নিউজ ষ্টাইল, ভাষা, শব্দ চয়নগুলো খেয়াল করুন!
আর এখনকার গুলোতে দেখূন- তাদের গায়ের কাপড় কারোই নেই!!
নগ্ন লেজুরবৃত্তিতে নিমগ্ন সব... স্বার্থ আর লোভ, ভয়ের অজুহাতে জনতার, দেশের স্বার্থকে জলাঞ্জলি দেয়া এরা কতনা গালভরা বিবৃতি আর চটকদার বাহারী ডায়ালগ আউড়ায়!!!!!!
ধিক! দেশ জনতার কাছে একদিন অবশ্যই নিন্দিত হবে এই আচরণ।
পৃথিবীতেই যেহেতু কেউ চিরস্থায়ী নয়- সুতরাং তারাও রবে না। থাকবে তাদের কর্ম। থাকবে ইতিহাস। মূল্যায়ন হবে কর্শের ভিত্তিতে।
আজকের দেশ মাতৃকার এই কঠিন সময়ে চাই প্রকৃত দেশপ্রমিক, নির্ভয়, সাহসী এক ঝাক মিডিয়া। যারা কোন লোভ, ভয়, বা স্বার্থের কাছে নতজানু হবে না।
দু:খ লাগে সাগর-রুনির বিষয়েও তারা যেন দেখেও না দেখার দলে রয়ে গেছে!!! হায়- কাল তোমার কিছু হলে বাকীরাও যে এমনি রবে একবারও ভাবছো না।???????
জেগে উঠূক মনুষ্যত্ব, জেগে উঠুক বিবেক
জেগে উঠুক দেশপ্রেম
জেগে উঠূক আত্মার দায়
কৃতজ্ঞতা-জহির উদ্দিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




