১. বেশ কয়েক বছর আগে কোন এক বাংলাদেশী আমেরিকান প্রবাসী(অবৈধ) দম্পতির অসুস্থ সন্তান সংবাদের শিরোনাম হয়েছিল। ঐ দম্পতি আমেরিকা ছাড়তে চাইছিল না। তাদের দাবী(আবদার) ছিল তাদের সন্তান অসুস্থ। তাই তার চিকিৎসার জন্য হলেও তাদের থাকার অনুমতি দেয়া হোক। তারা মানববন্ধন সহ অনেক কিছু করেছিল তখন। পরবর্তীতে তারা থাকতে পেরেছিল কিনা জানি না। কিছুদিন আগে অস্ট্রেলিয়াতেও এক দম্পতির অটিস্টিক সন্তানকে বহিঃস্কার করার ঘটনায় বাংলাদেশী পরিবার গোঁয়ার্তুমি করে ওখানে থাকার আবদার করেছে। এভাবে যখনই উন্নত দেশ থেকে কাউকে ফেরত পাঠানোর সময় হয় তখনই তারা জোর করে থাকার চেষ্টা করে বা আপিল করে।
২. আজকের প্রথম আলোর অনলাইনে একটা সংবাদে চোখ পড়ল। সেখানে লেখা হয়েছে, আমেরিকা থেকে ১১ জনকে বাংলাদেশে জোর করে ফেরত পাঠানো হয়েছে। কারণ তারা বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। আরো অনেকে অপেক্ষমান। খবরে আরো জানতে পারলাম যে তাদের কেউ কেউ নাকি দুই তিন দশক ধরে আমেরিকাতে বসবাস করছিলেন। একবার ভেবে দেখুন, এত বছরেও আমেরিকাতে থাকার বৈধ কাগজ বের করতে পারেনি। আবার নিজের জন্মস্থানেও ফেরত আসতে চাইছে না। এদের মানসিকতা কত খারাপ ভেবে দেখুন! ২০/৩০ বছর প্রবাসে থাকলে তো দেশে সেটেল্ড হওয়ার জন্য সব কিছু করে ফেলা যায়। তবু তারা ফিরতে চাইছে না। নিজের মাতৃভূমিকে এত অবজ্ঞা কেন? এদের কারণে যারা বৈধভাবে আছে তাদেরও সুনাম নষ্ট হয়।
৩. এনারা যখন ইউরোপ, আমেরিকায় যান তখন সবাইকে বলে বেড়ান ওসব দেশের আইন কানুন কত ভালো, আইনের চোখে সবাই সমান ইত্যাদি। অথচ যখন সেই আইন লঙ্ঘনের কারণে কাউকে নিজের জন্মস্থানে ফেরত যাওয়ার কথা বলা হয় তখন তারা কান্না শুরু করে দেয়। তখন আর আইনের কথা মাথায় আনে না। আবার এটার জন্য আরো কিছু অবৈধ প্রবাসীকে যোগ করে দল ভারী করে। সরকারের কাছে দাবী জানায় মানবিক হওয়ার জন্য, থাকার অনুমতি দেয়ার জন্য।
৪. অনেকে বলতে পারেন, আমি নিজে আমেরিকা যেতে পারিনি বলে হয়তো এনাদের সহ্য পারছি না ঠিক যেমন রাস্তায় আরেকজনের গাড়ি দেখলে আমাদের হিংসা হয়। ব্যপারটা মোটেও তা নয়। একজন মানুষ নিজের দেশ ছেড়ে সর্বোচ্চ কত বছর বাইরে থাকতে পারেন? আবার সেই নিজের দেশে ফেরত আসতে গেলে কেন এত টালবাহানা করবেন? আমি নিজেও দুই দফায় ৯ বছর ধরে প্রবাসী। প্রথম দফার জমানো টাকা দিয়ে শেয়ার মার্কেট এবং ব্যবসা করে লস খেয়ে দ্বিতীয় দফা পাড়ি জমানো। একটা দিনও মন থেকে বিদেশ করছি না। আমার কোম্পানী আমাকে দেশে ফেরত পাঠিয়ে দিলে আমার চেয়ে বেশী খুশী কেউ হবে না। দেশে ভালো চাকুরি বা বিকল্প ব্যবস্থা হলেই আমি ফেরত যাবো ইনশাআল্লাহ...