আগে একটা কাহিনী কই,,
মাঠে চির প্রতিদ্বন্দ্বী দুইদল আম্লীগ আর বিম্পি ফুটবল খেলতে নামছে । একদলের নাম শুনলে আরেক দলের মাথায় রক্ত উঠে যায় । দুই দলই প্রাণপনে নিজেদের দলকে জেতানোর জন্য লড়ে যাচ্ছে । আর লড়তে গিয়ে প্রতিপক্ষকে প্রায়ই ফাউল করে বসে । রেফারি (ধরি মডু) দুদলের প্রাণপন লড়ে যাওয়াটা খুব উপভোগ করে । কারন এই দুই দলের খেলায় প্রচুর দর্শক (পড়বেন হিট) হয় । কিন্তু যখনই কোন দল প্রতিপক্ষকে ফাউল (পড়বেন গালিগালাজ) করে তখনই রেফারী প্লেয়ারদের হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে(জেনারেল), চুড়ান্ত ফাউলে লাল কার্ড (ব্যান) দেখিয়ে মাঠ থেকে বের করে দেয় ।
এখন সমস্যা হল যে দলই কার্ড পায়, ভাবে যে রেফারী অন্যপক্ষকে জিতিয়ে দেয়ার জন্য এই কাজ করেছে । এইভাবে রেফারী দুই দলের কাছেই চক্ষুশুলে পরিনত হয় । ফাউল করে যারাই কার্ড পায় তারাই মাঠের ভেতরে (ব্লগে) আর মাঠের বাইরে (ফেবুতে) রেফারীকে তেড়ে মারতে যায় ।
বিম্পির প্লেয়ারদের বৈশিষ্ট হল তারা সব সময়ই ইনফিউরিটি কমপ্লেক্সে ভুগে । পোস্ট দিয়ে হুদাই হাম্বিতাম্বি করবে, ক্ষমতায় আসলে হেন করেঙ্গা তেন করেঙ্গা । আর অন্ধ আম্লীগ বিরোধীতা করতে গিয়ে নিজের অজান্তেই বিম্পি ব্লগাররা পাকিবীর্য হতে জন্ম নেয়া জাশিরাজাকার ছাগুদের যুক্তি আর ভাষায় আম্লীগকে আক্রমন করে । আর এতে বিম্পির ব্লগাররা পাইকারি হারে ছাগু ট্যাগ পায় ।
বিম্পির প্লেয়াররা ছাগু ট্যাগ পেয়ে আম্লীগের প্লেয়ারদের হাম্বা ট্যাগ দেয় । উল্লেখ্য হাম্বা ট্যাগ জাশিরাজাকার ছাগুদের পেটেন্ট করা । (হায় বিম্পি, নিজেরা খায় জাশির ট্যাগ, অন্যদের দেয়ও জাশির ট্যাগ । তাদের নিজস্ব কিছুই নাই!!)
সম্প্রতি সামুকাল নামক ব্লগ স্পটে সামুর জনপ্রিয় ব্লগার চেয়ারম্যান, এক্সট্রা টেরিস্ট্রিয়াল স্বর্ণা, আমিনুর রহমান, আরজুপনি কে নিয়ে অসভ্য ভাষায় বিকৃত কুৎসিত পোস্ট দেয় । আরও দুইজন ব্লগার হোমো মোশারফ আর মাহমুদুল হক কায়রো কে নিয়ে হালকা মজার পোস্ট দেয় ।
এই পোস্ট দেখেই বিম্পির এক বলদ সামুতে প্রতিবাদি পোস্ট দেয় । "ব্লগে খুব একটা আসা হয়না, নেটে সার্ফ করতে গিয়ে এটা দেখলাম.. এটা অমুক তমুক পার্টির করবেনা, এটা আম্লীগ.." ব্লা ব্লা ব্লা । তো যা হবার, আম্লীগ এসে চার্জ করলো "ঠাকুর ঘরে কে রে, এটা প্রমোট করলি ক্যান.. এটা ছাগুদের কাজ" ।
ফলাফল কি হলো ?? এই কুৎসিত কাজটা যে বা যারা করেছে তারা আম্লীগ-বিম্পি ক্যাচালে আড়ালে চলে গেল । আরও ভয়াবহ ব্যাপার যা হবে, ঐ ব্লগ থেকে ব্লগারদের ইচ্ছেমত চরিত্রহরণ করা হবে, আর পাল্টাপাল্টি দোষারোপ চলতে থাকবে ।
অথচ ঠান্ডা মাথায় বিশ্লেষণ করলে কি এটার রহস্য বের করা যেত না ?? অবশ্যই রহস্য বের করা যাবে ।
অনেক আগে সামুতে এ-টীম দাপটে ব্লগিং করত । ছাগুফাইটের জন্য তারা বিখ্যাত ছিল, যাকে বলে ছাগুর যম । কিন্তু তাদের গালিগালাজ প্রবনতার জন্য সামুর মডুদের সাথে দুরত্ব তৈরি হয় এবং এক পর্যায়ে তারা ব্লগ ছেড়ে চলে যায় । ঘটনাটা এখানেই শেষ হয়নি, সামু থেকে বের হয়ে তারা আমু ব্লগ তৈরি করে । আর শুরু থেকেই তারা ব্লগে এবং ফেবুতে সামু বিরোধী তথা জানা বিরোধী তৎপরতায় লিপ্ত থাকে ।
আমু ব্লগের মালিক প্রকাশ্যেই এই নোংড়া অপতৎপড়তায় উৎসাহ যোগায় । হোমো মোশারফ সামুর একজন ছাগু ফাইটার । কিন্তু কুৎসিত গালিবাজির জন্য তার বেঈমান আমি, রোমান সৈনিক, লোনলিফাইটার নিকগুলো বিভিন্ন সময় ব্যান হয় । মজার ব্যাপার সে ছাগুফাইটার হলেও কোন ছাগুকে গালি দিয়ে সে ব্যান হয়নি, প্রতিবারই সে ব্যান হয়েছে স্বাধীনতার স্বপক্ষেরই কোন না কোন ব্লগারকে গালি দিয়ে ।
ব্যান হবার পর সে ফেবুতে প্রকাশ্যে সামু এবং জানাকে বিভিন্ন সময় কুৎসিত ভাষায় আক্রমন করে । সামু এবং জানা বিরোধী এই কাজ সে দীর্ঘদিন ধরেই করে আসছে । এমনকি যখনই কোন ব্লগারকে সামু কর্তৃপক্ষের ঘনিষ্ট হতে দেখে বা সামুর প্রশংসা করতে দেখে, তাকে কুৎসিতভাবে আক্রমন করে । বিভিন্ন সময়ে তন্ময় ফেরদৌস, ঘুড্ডির পাইলট, আরজুপনি, আমিনুর রহমান, কাল্পনিক-ভালবাসা তার এই জঘন্য আক্রমনের স্বীকার হয় ।
সামুকাল ব্লগের পোস্টগুলো খেয়াল করলে দেখবেন প্রথম পোস্টই আসে হোমো মোশারফের উপর হালকা মজা করে । এতে একটা দারুণ রিভার্স খেলা হয়ে যায়, পরবর্তিতে তার পক্ষের লোকজন বলতে পারছে যে মোশারফও এই ব্লগের আক্রমনের স্বীকার হয়েছে
এরপরে কায়রো কে নিয়ে হালকা মজার পর চেয়ারম্যান (ব্যাক্তিগত প্রতিহিংসা) স্বর্ণা (বিকৃত মজা) এবং শেষে আরজুপনি আর আমিনুর রহমানের উপর জঘন্য ভাষায় আক্রমন । আরজুপনি'র মাথায় কাপড় দেয়া নিয়ে বিভৎস আক্রমন সকল পার্ভারশনকে ছাড়িয়ে যায় । লেখার ভংগী, গালিগালাজপূর্ণ খোঁচায় মোশারফের মুখটাই শুধু ভেসে উঠে । মোশারফ ক্লিয়ার কট হয়ে যায় যখন আমিনুরকে নিয়ে দেয়া পোস্টে মোশারফকে সন্দেহ করে কমেন্ট আসে । কমেন্টের উত্তরে মোশারফ যে গালি দেয় তা একান্তই মোশারফিয় ট্রেডমার্ক । স্কীনশট দেখুন,
এই কুখ্যাত পার্ভাট মোশারফ কখনোই ব্লগিংয়ের জন্য সামুতে আসেনি । এসেছে আমুর হয়ে সামুকে অস্থিতিশীল করার জন্য । সামু বিরোধীতাই তার একমাত্র কাজ । ব্লগমালেকিন জানা কে সে প্রকাশ্যে নোংড়া ভাষায় গালিগালাজ করে, যা আপনারা দেখেছেন । তাই এই কুখ্যাত মোশরফের ব্যাপারে সামু ব্লগাররা সবাই সতর্ক হোন ।
সামু ব্লগের রিয়েল ছাগু ফাইটারদের কাছে অনুরোধ, আপনারা এটাকে দলীয়ভাবে নিবেন না । এটা দলীয় কোন ইস্যু নয় । মোশারফ যাদের আক্রমন করেছে, স্বর্ণা, আমিনুর, আরজুপনি এরা সবাই মুক্তিযোদ্ধের সপক্ষের ব্লগার । তাই মোশারফের পক্ষ হয়ে আপনারাও সামু বিরোধীতায় মেতে উঠবেন না ।
আর বিম্পির ব্লগারদের বলছি, বলদের মত ত্যানা পেচাইয়া অলরেডি এই বিষয়টাকে হালকা করে ফেলেছেন । এই পোস্টে এসে শুধু শুধু ত্যানা পেচাবেন না ।
এই কুৎসিত ব্লগ পোস্টের বিরুদ্ধে গণরিপোর্ট করে ব্যান করতে সহযোগীতার জন্য সবাইকে অনুরোধ করছি ।
রিপোর্ট করার নিয়মঃ
প্রথমে এই লিংকে গিয়ে মেইলের ঘরে নিজের মেইল আইডি এবং রিপোর্টিং ঘরে সামুকাল ব্লগের ইউআরএল বসান ।
হোয়াই ইউ আর রিপোর্টিং ঘরে এবিউসিভ সিলেক্ট করে কন্টিনিউ বাটন ক্লিক করুন ।
এবার দ্বিতীয় পেজ আসবে । সেখানে রিপোর্টের কারন হিসাবে this blog are promoting false and obscene to some of people কথাটি লিখে ওকে বাটন ক্লিক করুন ।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




