সাড়ে পাঁচশ’ বছরের প্রাচীন ঐতিহ্য অভয়নগরের ভাটপাড়া জগন্নাথধাম
বি.এইচ.মাহিনী :
অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া’র জগন্নাথধাম একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী মন্দির। ভৈরব তীরবর্তী এটি একটি প্রাচীন এলাকা। ইতিহাস সূত্রে জানা যায়, ইতিহাসখ্যাত ‘মাগধ’ তথা ‘ভাট’ জনগোষ্ঠী লোকেরা খ্রিষ্টপূর্বেরও আগে তথা প্রায় ২০০০ বছর পূর্বে এখানে বসতি গড়ে তোলেন। সে-সময় হতে বাঘুটিয়া ঐতিহ্যের ধারকে বিস্ময়কর কৃষ্টির অধিকারী হয়ে ওঠে। ১৯৪৭ খিষ্টাব্দের প্রথমার্ধেও এখানে অনেক বিখ্যাত ব্যক্তিবর্গের বসবাস ছিল কিন্তু দেশ বিভাগের পর তাদের অধিকাংশই ভারতে চলে যায়। এক কালের ঐতিহ্য ও সমৃদ্ধশীল এলাকা বাঘুটিয়া এখনও গৌরবময় মহিমায় উজ্জ্বল। ইউনিয়নের ভাটপাড়ায় অবস্থিত জগন্নাথধাম একটি চমৎকার দর্শনীয় স্থান। হিন্দুসম্প্রদয়ের পবিত্র স্থান হিসেবে খ্যাত গুপ্তপুরী ভাটপাড়া জগন্নাথধাম অনেক অলৌকিক ঘটনার পরিব্যাপ্ত একটি ঐতিহাসিক স্থানও বটে। আনুমানিক ১৪৫০ খিষ্টাব্দে দিকে অলৌকিক উপায়ে ভৈরব নদী দিয়ে ‘ভাটা’ হতে উজানের দিকে আসা নিমতরু (দারুবৃক্ষ) দিয়ে দয়ারাম গোস্বামীর আশ্রমে স্থাপিত জাগ্রত দেবতা দিসেবে খ্যাত জগন্নাথ, বলরাম ও মুভদ্রার মন্দির দর্শকহৃদয়কে ভাবানুভূতিতে বিমোহিত করে দেয়। দয়ারামের গৃহে এ ঘটনার পূর্ব হতে রাধা-কৃষ্ণের বিগ্রহ পূজিত হত। জগন্নাথধামের পাশে রয়েছে আরেকটি প্রাচীন মন্দির। মন্দিরে শ্রী চৈতন্য, নিত্যানন্দ ও অদ্বৈতাচার্যের অপূর্ব সুন্দর বিগ্রহ চোখের পলকে দর্শককে চৈতন্যযুগে নিয়ে যায়। ভাটপাড়া বাজারের পূর্বে জগন্নাথ দেবের ¯œানমন্দির এবং পশ্চিমপ্রান্তে রথমন্দির অবস্থিত। প্রতিবছর অসংখ্য লোকের সমাদমে মুখরিত হয়ে ওঠে ¯œান মন্দির ও ‘রথমেলা’। ধামে ঢুকলে জগন্নাথ-বলরাম আর সভদ্রার বিগ্রহত্রয় দর্শকদের সাড়ে পাঁচশত বছর পেছনে নিয়ে যায়। একসময় ভাটপাড়া রথমেলা লক্ষাধিক লোকের পদচারণায় লোকারণ্য হয়ে উঠত। আত্মীয়স্বজনের ভিড়ে গৃহকর্তা অস্থির গর্বে ব্যতিব্যস্ত হয়ে পড়ত। পুণ্যার্থীদের আগমন এত বেশি হত যে, তাদের যাতায়াতের রথযাত্রা উপলক্ষে বিশেষ মটরলঞ্চ ও নৌকার ব্যবস্থা করতেন। এখানকার অনেক মূল্যবান জিনিসপত্র বিভিন্ন কারণে বিভিন্নভাবে হাতছাড়া হয়ে গেছে। আশ্রম অধ্যক্ষ রবীন্দ্রনাথ গোস্বামী এ প্রতিবেদককে জানান, সাড়ে পাঁচশ’ বছর আগে প্রতিষ্টিত এ ভবনটির অবস্থা খুবই জির্ণশীর্ণ ছিল। ত্রিশ লক্ষ টাকা নির্মনা ব্যায় ধরে ভবনটি পুনরায় নির্মান কাজ শুরু করা হয়েছে। গতবছর মাত্র একলক্ষ ত্রিশ হাজার টাকা সরকারি অনুদান পেয়েছি। দক্ষিনাঞ্চলের বিভিন্ন জেলার অসংখ্য ভক্ত ও অনুসারীদের আর্থিক সহযোগীতায় এটির নির্মান কাজ এগিয়ে চলছে। জগন্নাথ ধামের নির্মান কাজ সমাপ্ত হতে পনের লক্ষাধিক টাকার দরকার হবে। তাই নির্মান কাজ সুন্দর ও সফলভাবে সমাপ্ত করার জন্য মাননীয় জাতীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যানসহ ভক্তবৃন্দ এবং অনুসারীদের সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানিয়েছেন আশ্রম অধ্যক্ষ বাবু রবিন্দ্রনাথ গোস্বামী, অভয়নগর উপজেলা পুজা উদযাপন পরিষদ নেতা অবঃ শিক্ষক সুভাস চন্দ্র দে, বাঘুটিয়া ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু তাপষ দাসসহ জগন্নাথ আশ্রমের কর্মকর্তাবৃন্দ।
সাড়ে পাঁচশ’ বছরের প্রাচীন ঐতিহ্য অভয়নগরের ভাটপাড়া জগন্নাথধাম
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
অবশেষে রিক্সালীগ সফল!
অবশেষে আবারো সরকার হার মানলো। হার মানলো রিক্সালীগের কাছে। এটা শুরু মাত্র। এখন সবকিছুতেই হার দিয়েই চলতে হবে হয়তো। যেটা কারোরই কাম্য ছিলনা। কাম্য ছিল তাদেরই যারা অন্যায়ভাবে শত শত... ...বাকিটুকু পড়ুন
সুবোধ বালক
এক যে ছিল সুবোধ বালক
জমিদারের নাতি
শ্বশুর বাড়ি আসতে-যেতে
তার ছিল এক হাতি
হাতির পিঠে চড়তো নাতি
দাদুর কোলে বসে
দুলকি তালে যেতে যেতে
ঘুম দিত খুব কষে
শ্বশুর বাড়ি গিয়ে নাতি
কী খেতো তা জানো?
ঝালমুড়ি আর মাঠা... ...বাকিটুকু পড়ুন
মেগা মানডে: সংঘর্ষ, বিক্ষোভ ও অহিংস প্রতিবিপ্লবের ভূত চেপে বসেছে ঢাকাবাসীর ঘাড়ে !
ভ
ঢাকায় নৈরাজ্য বেড়েই চলেছে। প্রতিদিন বিক্ষোভ ও সংঘর্ষ হচ্ছে ঢাকার বিভিন্ন স্থানে। আজকে তার সাথে ঢাকাবাসী প্রত্যক্ষ করলো অহিংস অভ্যুত্থান কর্মসূচীর! বিভিন্ন জেলা থেকে মানুষ... ...বাকিটুকু পড়ুন
চিন্ময় ব্রহ্মচারী প্রভুকে গ্রেফতার করা হল কোন উদ্দেশ্যে?
আমার ধারণা চিন্ময় ব্রহ্মচারী প্রভুকে গ্রেফতার করা হয়েছে ইচ্ছাকৃতভাবে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য। ভালো উদ্দেশ্যে তাকে গ্রেফতার করা হয় নাই। চিন্ময় ব্রহ্মচারীর কথা বার্তা আমার ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
অসমাপিকা, ২২শ অধ্যায়
২১ অধ্যায়: Click This Link
তোমাকে বলেছিলাম
----নীরেন্দ্রনাথ চক্রবর্তী
"তোমাকে বলেছিলাম, যত দেরীই হোক,
আবার আমি ফিরে আসব।
ফিরে আসব তল-আঁধারি অশথগাছটাকে বাঁয়ে... ...বাকিটুকু পড়ুন