পিয়াল বনায় পলাশ ফুলের গেলাস ভরা মউ
খেত বঁধুর জড়িয়ে গলা সাঁওতালিয়া বউ!
লুকিয়ে তুমি দেখতে,
বলতে তুমি 'এমনি চাই!'
খোঁপায় দিতাম চাঁপা গুঁজে, ঠোঁটে দিতাম মউ!
হিজল শাখায় ডাকত পাখি "বউ গো কথা কউ!"
শূন্য ছিল নিতল দীঘির শীতল কালো জল
কেন তুমি ফুটলে সেথা ব্যাথার নীলোৎপল!!
আঁধার দীঘির রাঙলে মুখ,
নিটোল ঢেউয়ের ভাংলে বুক,
কোন পূজারী নিল ছিঁড়ে? ছিন্ন তোমার দল
ঢেকেছে আজ কোন দেবতার কোন সে পাষাণ-তল?
কাজী নজরুল ইসলাম নারী জাতি নিয়ে লুলামি না করার ফলেই বোধ হয় আমাদের দেশের লুল পুংটা সমমনা পরিষদ প্রতি বছর লুল রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী, বিবাহবার্ষিকী, (হিন্দু না হলে খতনাবার্ষিকীও থাকতো), মৃত্যুবার্ষিকী এসব নানা উপলক্ষ্যে দেশব্যাপী নানা আয়োজনে লুইচ্যামি আর ছ্যাঁচড়ামি করে থাকে আর নজরুলের সাম্যের কথা, নিপীড়িত মানুষের অধিকারের কথা, অত্যাচারের বিরুদ্ধে অত্যাচারিতের অধিকারের কথা, অন্তরের নিগুঢ় অনুভূতির কথা সব পাশ কাটিয়ে চলে, ভুলেও খোঁজ নেয়না বাংলার এই কৃতী সন্তানের...
-
-
ভাষাগত দীনতার জন্য দুঃখিত... মেজাজ প্রচণ্ড খারাপ... থুথু ফেলি দেউলিয়া সংস্কৃতির বৈষ্ণবী সাজা ঐসব রবীন্দ্রপ্রেমীর মুখে... তারা জানেনা এই রবীন্দ্রনাথ কতটা হিংস্র সামন্তবাদি আর ইংরেজের চাটুকার জমিদার ছিল...!!
-
সাম্যের কবি নজরুলের জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি... ... ... ...
'বিদ্রোহী কবিতা'টা পোস্টের সাথে মানানসই হত কিন্তু সবাই পরিচিত বিধায় আর দিলাম্না। উপরোক্ত পঙক্তিদ্বয় 'চৈতি হাওয়া' কবিতা থেকে দিলাম।
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১২ সকাল ৮:৫১