মাননীয় রাস্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় প্রধান বিচারপতির কাছে আকুল আবেদন জানাচ্ছি, আপনারা শিশুদের এ প্রতিষ্ঠানটি কি রক্ষা করুন........ শিশুদের প্রাণের প্রতিষ্ঠানটি বন্ধ হতে দিবেন না...... প্লিজ...... প্লিজ...... প্লিজ...... প্লিজ...... প্লিজ...... প্লিজ......
বাংলাদেশ শিশু একাডেমীকে একটি চমৎকার প্রতিষ্ঠান। শিশুদের সৃজনশীলতা বিকাশের জন্য এ প্রতিষ্ঠানটির তুলনা হয় না। এখানে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা ছাড়াও তিন বছন মেয়াদি বিভিন্ন সাংস্কৃতি কর্মকান্ড যেমন নাচ, গান, চিত্রাংকণ, কবিতা, নাটক, হাতের লিখা, কম্পিউটার সহ অনেক বিষয়ে শিশুদের শিক্ষা দেয়া হয়। এটি এমনই একটি চমৎকার প্রতিষ্ঠান যা আপনার আমার বাচ্চাদের ইট-পাথরের নগরে কম্পিউটার গেইমস্ এর বাইরে সৃজনশীলতা বিকাশের জন্য কিছু করার চেস্টা করে। আমার জানা মতে এটিই একমাত্র শিশুদের জন্য সরকারি প্রতিষ্ঠান।
কিন্তু কিছু বছর ধরে এ প্রতিষ্ঠানটি কেড়ে নেয়ার জন্য বিভিন্ন ভাবে চেস্টা করা হচ্ছে। আমি আপনি কি পারি না এর বিরুদ্ধে রুখে দাড়াতে???
হাঁ এটা সত্য যে জমি দখলের মামলায় হাইকোর্ট জিতে গেছে কারন হাইকোর্ট এর কিছু জমি শিশু একাডেমী এর মধ্যে পড়েছে কিন্তু হাইকোর্টের জমির মধ্যে মাজার বা আরো অনেক প্রতিষ্ঠান ও তো আছে। সেই সব প্রতিষ্ঠান থেকে ও কি শিশুদের এ প্রতিষ্ঠানটি কম গুরুত্বপূর্ন !!!!!!!!!!!!!
আপনারাই বলুন, শিশুদের এ প্রতিষ্ঠানটি এভাবে কেড়ে নেয়া কি ঠিক হবে???? হাইকোর্ট এর প্রচুর জায়গা আছে চারপাশে.... এ ছোট্ অংশটুকু কেড়ে না নিলেই কি চলে না???? এ প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেলে আমাদের শিশুরা কোথায় যাবে বলবেন কি????
গত ২১ ডিসেম্বর এ একাডেমীর শিশুরা সকলকে বিষয়টি জানানোর জন্য মানব বন্ধন করেছেন। এবং এ বিষয়ে সচেতন করার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছেন... আপনাদের জানানোর উদ্যেশ্যেই আমার এ লিখা।
মাননীয় রাস্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় প্রধান বিচারপতির কাছে আকুল আবেদন জানাচ্ছি, আপনারা শিশুদের এ প্রতিষ্ঠানটি কি রক্ষা করুন........ এটি কেড়ে নিবেন না.......... শিশুদের প্রাণের প্রতিষ্ঠানটি বন্ধ হতে দিবেন না......... শিশুদের সৃজনশীলতা বিকাশের ক্ষেত্রে বাধাঁ হয়ে দাড়াবেন না ........... প্লিজ...... প্লিজ...... প্লিজ...... প্লিজ...... প্লিজ...... প্লিজ...... প্লিজ...... প্লিজ...... প্লিজ...... প্লিজ...... প্লিজ...... প্লিজ...... প্লিজ....প্লিজ....প্লিজ....প্লিজ....প্লিজ....
আপানাদের সহযোগীতার হাতই পারে এ প্রতিষ্ঠানটি রক্ষা করতে। প্লিজ, প্রতিষ্ঠানটি ধ্বংস করবেন না, একে রক্ষা করুন। শিশুরাই আমাদের ভবিষ্যত কান্ডারী তাই নয় কি.................